Reliance Industries: রিলায়েন্সে হঠাৎ পরিবর্তন ! মেয়ে ইশাকে কী দিলেন মুকেশ ?
অবসরের দিকে এগোচ্ছেন মুকেশ অম্বানি। একে একে রিলায়েন্সের বিশাল সাম্রাজ্যের দায়িত্ব নতুন প্রজন্মের হাতে তুলে দিতে শুরু করেছেন তিনি। এই পুরো প্রক্রিয়ায় মেয়ে ইশার ওপর আস্থা রেখেছেন ভারতের এই ধনকুবের। সেই কারণে কোম্পানির বড় দায়িত্ব দেওয়া হল ইশা অম্বানিকে। এখন কোটি কোটি টাকার বিশাল ব্যবসার একাংশ সামলাবেন ইশা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসংবাদ সংস্থা পিটিআই-এর একটি প্রতিবেদন বলছে, ভারতের বৃহত্তম কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ তাদের আর্থিক পরিষেবার ইউনিটটি আলাদা করার ঘোষণা করেছে। ইতিমধ্যেই ডিমার্জার প্রক্রিয়া শুরু হয়েছে সংস্থা।
পরবর্তীকালে স্টক মার্কেটে নতুন সংস্থা হিসাবে তার আর্থিক পরিষেবা ইউনিটকে তালিকাভুক্ত করতে চলেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। এতদিন রিলায়েন্সের এই ইউনিটটি রিলায়েন্স স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্টস লিমিটেড অর্থাৎ আরএসআইএল নামে পরিচিত ছিল।
পিটিআই জানিয়েছে, এখন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের আর্থিক পরিষেবা ইউনিটের পরিচয় জিও ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড অর্থাৎ জেএফএসএল হবে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ডিমারজারের জন্য ১ জুলাই রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
এর অর্থ বিনিয়োগকারীরা ১ জুলাইয়ের রেকর্ড অনুযায়ী রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ার রয়েছে, তাদের নতুন কোম্পানির শেয়ার বরাদ্দ করা হবে। আগামী ২০ জুলাই এসব শেয়ার বরাদ্দের তারিখ নির্ধারণ করা হয়েছে।
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে আলাদা হয়ে জেএফএসএল হিসাবে নতুন সংস্থায় ইশা অম্বানি একটি নতুন দায়িত্ব পেয়েছেন। তাকে পরিচালক হিসেবে বোর্ডে জায়গা দেওয়া হয়েছে। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ প্রাক্তন কন্ট্রোলার এবং অডিটর জেনারেল অর্থাৎ সিএজি রাজীব মহর্ষিকেও বোর্ডে রাখা হয়েছে। বর্তমানে ইশা অম্বানি নন-এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন।
রিলায়েন্সের সিইও অংশুমান ঠাকুরকেও নন-এক্সিকিউটিভ ডিরেক্টর করা হয়েছে। একই সঙ্গে রাজীব মহর্ষিকে পাঁচ বছরের জন্য স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ করা হয়েছে।
ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশনের চিফ এক্সিকিউটিভ সুনীল মেহতা এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বিমল মনু তান্না যিনি PwC-এর সঙ্গে কাজ করেছেন, তাদেরও স্বাধীন পরিচালক হিসেবে নিয়োগ করা হয়েছে।
ব্যাঙ্কার হিতেশ কুমার সেথিয়াকে তিন বছরের জন্য আরএসআইএল-এর ম্যানেজমেন্ট জিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার পদে নিযুক্ত করা হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -