Royal Enfield Hunter 350: দেড় লাখ টাকার কম দামে হান্টার ৩৫০, সেরা মডেলের মূল্য কত ?
২৪ ঘণ্টার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় লাইকের বন্যা। রয়্যাল এনফিল্ডের হান্টার ৩৫০ নিয়ে আগ্রহের শেষ নেই যুব প্রজন্মের মধ্যে। নতুন মডেলে ডুয়াল-টোন ফিনিশ নজর কাড়বে যেকোনও বাইকারের। জেনে নিন, কী দেওয়া হয়েছে বাইকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবাইকে স্পষ্টতই ক্লাসিক ৩৫০ ও মিটিওর ৩৫০-র থেকে অনেক ডিজাইন নেওয়া হয়েছে। এতে টুইন পড ইন্সট্রুমেন্ট ক্লাস্টার দেওয়া হয়েছে। যাতে একটি ট্রিপার ন্যাভিগেশনও রয়েছে।
যদিও এটি স্ট্যান্ডার্ড হিসাবে দেওয়া হচ্ছে না বাইকে। হান্টারের টপ-এন্ড ভ্যারিয়েন্টের অংশ হিসেবে এটি দেওয়া হচ্ছে।
অবশেষে হান্টার ৩৫০ লঞ্চ করেছে রয়্যাল এনফিল্ড। মাত্র ১.৫ লক্ষ টাকার কম দামে বাইক লঞ্চ করেছে কোম্পানি। যার টপ এন্ড মডেলটি ১.৬ লক্ষ টাকা রাখা হয়েছে।
হান্টার ৩৫০ জে সিরিজ প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। তবে এর অন্যান্য মডেলের তুলনায় এতে একটি ছোট হুইলবেস দেওয়া হয়েছে।
বাইকটি অন্যান্য RE-এর তুলনায় স্পোর্টিং দেখায় ও এর ইঞ্জিনও কালো রঙে আনা হয়েছে। যাতে বাইক সবার মাঝে আলাদাভাবে নজর কাড়ে।
হান্টার রেট্রো ও হান্টার মেট্রো-সহ দুটি ট্রিমে আনা হয়েছে। রেট্রো ১৭ ইঞ্চি স্পোকড অ্যালয় পায়। এতে একটি ৩০০ এমএম ফ্রন্ট ডিস্ক ব্রেক ও সিঙ্গল চ্যানেল ABS সহ পিছনে ড্রাম ডিস্ক রয়েছে।
এছাড়াও একটি ডিজিটাল/অ্যানালগ ইন্সট্রুমেন্ট ক্লাস্টার পাওয়া যাচ্ছে এই বাইকে।
মেট্রো একটি ডুয়াল কালার লিভারি, কাস্ট অ্যালয় ও টিউবলেস টায়ার নিয়ে আসে। এতে ট্যাঙ্কে গ্রাফিক্স-সহ গোল পিছনের লাইট পাবেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -