Banana Peel: কলার খোসা ফেলে দেন? এর কত গুণ জানেন?
image 1
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকলার খোসায় লুটেইন বেশি থাকে। এছাড়াও ভিটামিন এ, অ্যান্টি অক্সিডেন্ট এবং ক্যারোটিনয়েড সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বককে রক্ষা করে।
মশার হাত থেকে মুক্তি পেতে ত্বকের খোলা স্থানে কলার খোসা ব্যবহার করতে পারেন।
কলার খোসা ব্যবহারে অর্শ্বরোগ, অ্যাকজিমা ও সোরিয়াসিসের চিকিৎসা করতে পারেন।
পায়ের গোড়ালি ফাটা ঠিক করার জন্যও কলার খোসা ব্যবহার করা যেতে পারে।
দাঁতের যত্নে কলার খোসা উপকারী। দাঁতে হলুদ ছাপ পড়ে গেলে সেক্ষেত্রে কলার খোসা ঘষতে পারেন। এতে দাগ দূর হবে।
যাঁদের ঘন ঘন আঁচিল হয়, তাঁরাও কলার খোসা থেকে উপকার পাবেন।
ব্রণ লাল হয়ে ফুলে ব্যথা হলে সে ক্ষেত্রে ব্রণর উপর কলার খোসা ঘষতে পারেন। এক সপ্তাহের মধ্যে হাতেনাতে ফল পাবেন!
কলা ত্বককে আর্দ্র আর পুষ্টিগুণে ভরপুর রাখে। ফলে নিয়মিত কলা যাঁরা খান, তাঁদের বলিরেখা বা সূক্ষ্ম রেখার সমস্যা এমনিতেই কম হয়।
রূপচর্চার জন্যও কলার খোসা ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে প্যাক বানিয়ে নিন। একটা কলার খোসা বেটে নিন তাতে ডিমের কুসুম, মধু মিশিয়ে মাখলে উপকার পাবেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -