Royal Enfield Scram 411: ইয়েজদি স্ক্র্যাম্বলারের সঙ্গে হবে জোর টক্কর ! দেখে নিন কেমন দেখতে এনফিল্ডের স্ক্র্যাম ৪১১
পুরোপুরি অফারোডার কেন্দ্রিক হওয়ায় সাধারণ রাস্তায় রয়্যাল এনফিল্ড হিমালয়ানের কথা ভাবতে পারছিল না যুব প্রজন্ম। সেই জায়গায় বিকল্প খুঁজছিল অ্যাডভেঞ্চার বাইকাররা। তাদের সেই চাহিদার কথা মাথায় রেখেই রয়্যাল এনফিল্ড নিয়ে এল Scram 411 ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppRoyal Enfield Scram 411: মূলত, স্ক্র্যাম্বলার হলেও যুব প্রজন্মের ক্রেতাদের লক্ষ্য করেই এই বাইক আনা হয়েছে। হিমালয়ানের মতো পুরোপুরি অফরোডার না হলেও সাধারণ রাস্তার পাশাপাশি অল্প-বিস্তর অফরোডিং করতে পারবে এই টু-হুইলার।
বাইকে স্পোর্টি লুক দেওয়ার চেষ্টা করেছে রয়্যাল এনফিল্ড। রাতে যাতে উজ্জ্বল দেখায় তাই স্ক্র্যাম 411 গ্রাফাইট ইয়েলো, গ্রাফাইট রেড ও গ্রাফাইট ব্লু রঙে এনেছে কোম্পানি।
বাইকে পাবেন গ্রে ট্যাঙ্ক ছাড়াও ট্যাঙ্ক ব্যাজ ও ম্যাচিং টায়ার রিম টেপ৷ স্কাইলাইন ব্লু ও ব্লেজিং ব্ল্যাক ট্যাঙ্ক রয়েছে এই বাইকে। যাতে রয়্যাল এনফিল্ড স্ট্রাইপ ও মাড গার্ডের সাথেও কালার মিলে যায়। টপ-এন্ড ভ্যারিয়েন্ট, দুটি রঙে - হোয়াইট ফ্লেম ও সিলভার স্পিরিট - গ্রাফিক্স সহ ডুয়াল ট্যাঙ্ক কালারে এনেছে কোম্পানি।
হিমালয়ানের থেকে বেশি প্রিমিয়াম দেখাচ্ছে এই বাইক। স্ক্র্যামে দেওয়া হয়েছে 19 ইঞ্চির টায়ার। পিছনে দেওয়া হয়েছে 17-ইঞ্চির স্পোক হুইল।
হেডল্যাম্পগুলি হিমালয়ানের থেকে নিচে বসানো হয়েছে।যেখানে কোনও উইন্ডস্ক্রিন নেই৷ বাইকটি আরও আরমাদায়ক করতে একটি নতুন সিঙ্গল সিট দিয়েছে কোম্পানি। স্ক্র্যাম 411-এর উচ্চতা কম হওয়ায় হ্যান্ডেলবারে পৌঁছনো সহজ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -