Skoda Slavia vs Hyundai Verna: স্লাভিয়া বনাম ভার্নার যুদ্ধে এগিয়ে কে ? ছবি দেখে বুঝে নিন ফারাক
১৮ নভেম্বর ভারতে তাদের নতুন মাঝারি আয়তনের সেডান স্লাভিয়া লঞ্চ করেছে Skoda৷ লঞ্চের পর থেকেই গাড়ি বাজারের শিরোনামে রয়েছে এই সেডান। বাজারে এর প্রধান প্রতিযোগী Honda City, Hyundai Verna ও Maruti Suzuki Ciaz। এই তিনটি গাড়ি একই সেগমেন্টের মধ্যে পড়ে। দেখে নিন হুন্ডাই ভার্নার সঙ্গে স্কোডা স্লাভিয়ার পার্থ্যক্য। আশা করি, স্লাভিয়া ও ভার্নার তুলনামূলক আলোচনার পর আপনি নিজস্ব মতামত তৈরি করতে সক্ষম হবেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appইঞ্জিন --- Skoda Slavia-য় রয়েছে 1.0-লিটার থ্রি-সিলিন্ডার TSI পেট্রোল ইঞ্জিন। MQB A0 IN আর্কিটেকচারের উপর ভিত্তি গড়ে উঠেছে এই গাড়ি। এতে অন্য ভ্যারিয়েন্টে 1.5-লিটার TSI পেট্রোল ইঞ্জিনও দেওয়া হয়েছে। যা সেডানে 1.0-লিটার পেট্রোল ইঞ্জিন 113bhp শক্তি উৎপন্ন করার পাশাপাশি সর্বোচ্চ 175 Nm টর্ক দেয়। এই গাড়িতে আপনি ৬স্পিড ম্যানুয়াল ও ৬ স্পিড অটোমেটিক গিয়ারবক্সের অপশন পাবেন।
অন্যদিকে Hyundai Verna-তে তিনটি ইঞ্জিনের বিকল্প রয়েছে। 1.0-লিটার টার্বো-GDI পেট্রোল (120PS সর্বোচ্চ শক্তি ও 172Nm পিক টর্ক), 1.5-লিটার MPI পেট্রোল (115PS সর্বোচ্চ শক্তি ও 144Nm পিক টর্ক) ও 1.5-লিটার CRDi ডিজেল (115PS সর্বোচ্চ শক্তি ও 250Nm পিক টর্ক) ইঞ্জিন দেওয়া হয়েছে ভার্নাতে।
Hyundai Verna-র 1.0-লিটার টার্বো-GDI পেট্রোল ইঞ্জিন একটি 7-স্পিড DCT অটোমেটিক গিয়ারবক্স দেয়। সেখানে 1.5-লিটার MPI পেট্রোল ইঞ্জিনটি 6-স্পিড MT ছাড়াও একটি IVT অটোমেটিক ভার্সানে আসে। 1.5লিটার CRDi ডিজেল ইঞ্জিনটি 6-স্পিড MT ও 6-স্পিড AT টর্ক কনভার্টার অপশনে পাওয়া যায়।
গাড়ির দাম স্কোডা স্লাভিয়ার দাম এখনও জানা যায়নি। স্কোডা এখনও দামের বিষয়ে কিছু প্রকাশ করেনি। তবে, প্রতিযোগিতার কথা মাথায় রেখে কোম্পানি এই সেডানের দাম 10 থেকে 15 লাখ টাকার মধ্যে রাখতে পারে। এদিকে Hyundai Verna-র দাম শুরু হচ্ছে 9.28 লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -