Suzlon Energy: ১ বছরে বিরাট লাফ! কোটিপতি বানিয়েছে এই শেয়ার
কাউকে নিঃস্ব করে স্টক মার্কেট, আবার কাউকে করে দেয় কোটিপতি। সবকিছুই নির্ভর করে কোন স্টক বেছে নেওয়া হচ্ছে তার উপর। কোনও কোনও সময় কোনও স্টক বিনিয়োগকারীদের সম্পদ কয়েকগুণ বাড়িয়ে দেয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএমনই একটি মাল্টিব্যাগার স্টক হচ্ছে সুজলন এনার্জি (Suzlon Energy)। গত একবছরে লাফিয়ে বেড়েছে এনার্জি সেক্টরের এই স্টক।
এক বছর আগেও ১০ টাকারও কম ছিল এই সংস্থার শেয়ারের দর। তারপর থেকে শুধুই ঊর্ধ্বগতি। এখন প্রায় ৫০ টাকার কাছাকাছি রয়েছে এই ভারতীয় শেয়ার মার্কেটের তালিকাভুক্ত এই সংস্থার শেয়ারের দর।
শেয়ারবাজারে অনেক মাল্টিব্যাগার শেয়ার দেখা যায়। বাজারের গতিবিধি যাই হোক না কেন, অনেক স্টক মাল্টিব্যাগার হতে থাকে। এ বছরও এমন ঘটনা ঘটেছে। এই বছর তেমনই একটি স্টক সুজলন এনার্জি।
২০২২ সালের অক্টোবরে সবচেয়ে নীচে গিয়েছিল এই শেয়ারের দাম- প্রতি শেয়ারের দাম দাঁড়িয়েছিল ৬ টাকা ৬০ পয়সা। ২০২৩ সালের ১৭ নভেম্বর, Suzlon Energy-এর শেয়ারের দর দাঁড়িয়েছে ৪৪ টাকা। এদিনও প্রায় পাঁচ শতাংশ বেড়েছে এই শেয়ারের দর।
ভারতীয় বহুজাতিক এই সংস্থা টার্বাইন তৈরি করে। পুনেতে এর হেডকোয়ার্টার। পুনর্নবীকরণ যোগ্য শক্তি ক্ষেত্রে কাজ করে এই সংস্থা। বৃহস্পতিবারের লেনদেনে এই স্টক আপার সার্কিটে ঠেকেছে। চলতি সপ্তাহে এর আগে সুজলন এনার্জির দাম ২ বার আপার সার্কিটে ছুঁয়েছে।
গত ১ সপ্তাহে Suzlon Energy-এর শেয়ারের দর ১৭ শতাংশ বেড়েছে। গত এক মাসের হিসেব অনুযায়ী বেড়েছে ৪৫ শতাংশেরও বেশি।
গত এক বছরে এই শেয়ার বিনিয়োগকারীদের কোটিপতি বানিয়েছে। ৪৩৯ শতাংশ বেড়েছে এই শেয়ারের দর। অনেক ব্রোকারেজ ফার্ম এখনও এই স্টক বৃদ্ধির সম্ভাবনা দেখছে।
আমরা যদি এক বছর আগের অবস্থা দেখি, এই শেয়ারটি ৮ টাকার আশপাশ থেকে ৪৪ টাকায় চলে গিয়েছে।
(মনে রাখবেন: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না।)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -