Safari Gold নিয়ে এল Tata Motors, নয়া অবতারে প্রিমিয়াম এসইউভি
একবার নতুন গাড়ির দিকে তাকালে নজর কাড়বে গাড়ির গোল্ড স্ট্রাইকস। দুটো ভ্যারিয়েন্ট হোয়াইট গোল্ড ও ব্ল্যাক গোল্ড রঙে আনা হয়েছে এই দুই স্পেশ্যাল এডিশন।বিশেষ করে কালোর ওপর সোনালি রং আলাদা মাত্রা এনেছে গাড়িতে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআগেই লঞ্চ হয়েছিল Tata Safari। এবার গাড়ির প্রিমিয়াম এডিশন বাজারে নিয়ে এল টাটা মোটরস। নতুন এসইউভির নাম দেওয়া হয়েছে Safari Gold। রঙের সঙ্গে সঙ্গে ফিচারেও আধুনিকতার ছোঁয়া পেয়েছে এই গাড়ি।
তবে পিছিয়ে থাকেনি ফ্রস্ট হোয়াইটের সঙ্গে ব্ল্যাক রুফ অপশন। যেখানে কালো-সাদা রঙের মধ্যে দরজার হ্যান্ডেলে দেওয়া হয়েছে সোনালি রং। রুফ রেলেও রয়েছে গোল্ড টাচ।পুরোপুরি প্রিমিয়াম এসইউভি লুক পেয়েছে টাটা সাফারি গোল্ড।
প্রিমিয়াম এসইউভির প্রতিযোগিতার বাজারে টক্কর দিতে এই গোল্ড রং এনেছে টাটা। যেখানে গোল্ড এডিশনে ওয়্যারলেস চার্জার, এয়ার পিউরিফায়ার, অ্যান্ড্রয়েড অটো ও অ্যাপল কার প্লে নতুন করে এনেছে টাটা মোটরস।
সবথেকে নজর কাড়ছে কালোর মধ্যে গোল্ড কালার। ব্ল্যাক সাফারি গোল্ডের ১৮ ইঞ্চির হুইলে বেশ মানিয়েছে গাড়ি। টেইল গেটের পিছনে ব্যবহার করা হয়েছে সাফারি গোল্ড লোগো। কালোর মধ্যে এমনিতেই ফুটে উঠেছে টাটার ব্র্যান্ড নেম।
তবে গাড়ির ইঞ্জিনে কোনও পরিবর্তন আনেনি টাটা মোটরস। তার মানে আগের ডিজেল ইঞ্জিনের সঙ্গেই ম্যানুয়াল ও অটো গিয়ারবক্স ব্যবহার করা হচ্ছে এই গোল্ড এডিশনেও।
গাড়ির বাইরের সঙ্গে সঙ্গে ভিতরেও এসেছে পরিবর্তন। ড্যাসবোর্ডে দেওয়া হয়েছে মার্বেল ফিনিস ছাড়াও গোল্ডেন স্ট্রাইকস। ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ছাড়াও সেন্টার কনসোলে ব্যবহার করা হয়েছে সোনালি রং।
কেবিনে ডুয়েল টোন গোল্ড কালারের সঙ্গে বেশ মানানসই দেখাচ্ছে সাদা সিট। একেবারে প্রিমিয়াম লুক এসেছে গাড়িতে। কেবল রঙের পরিবর্তনেই বদলে গিয়েছে এসইউভির প্যাটার্ন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -