Durga Puja Preparation: শঙ্খ ঘোষের বিখ্যাত কবিতা ফুটে উঠেছে জগত মুখার্জি পার্কের পুজোয়
বাঙালির শ্রেষ্ঠ উতসব দুর্গাপুজো আসতে হাতে বাকি আর মাত্র কয়েকটা দিন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রতিটা পুজোতেই এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।
করোনা পরিস্থিতিতে গত বছর একেবারেই নামমাত্রভাবে দুর্গাপুজো আয়োজিত হয়েছিল।
চলতি বছর বরং করোনা পরিস্থিতির মধ্যেও খানিকটা দুর্গাপুজোর আয়োজন করেছে পুজো কমিটিগুলি।
দুর্গাপুজোর মন্ডপগুলিও সেজে উঠেছে নানাভাবে।
জগত মুখার্জি পার্কের পুজোয় ধরা পড়েছে সদ্য প্রয়াত কবি শঙ্খ ঘোষের বিখ্যাত কবিতা।
কবি শঙ্খ ঘোষের বিখ্যাত কবিতা- আয় আরও হাতে হাত রেখে, আয় আরও বেঁধে বেঁধে থাকি
সদ্যপ্রয়াত কবি শঙ্খ ঘোষের এই কবিতাই এ বছরের বিষয় ভাবনা জগত মুখার্জি পার্কের।
মণ্ডপ জুড়ে মানুষের যূথবদ্ধতার ছবি। শঙ্খ ঘোষকে শ্রদ্ধা জানিয়ে এই সময়ের জন্য কবির প্রাসঙ্গিক রচনাকে তুলে ধরাই উদ্দেশ্য বলে জানিয়েছেন পুজো কমিটির আয়োজকরা।
ছবি ও তথ্য - অরিত্রিক ভট্টাচার্য
- - - - - - - - - Advertisement - - - - - - - - -