Daily Astrology: কর্মক্ষেত্রে বড়সড় উপলব্ধি, আজ আর্থিক সুবিধা পেতে চলেছেন এই রাশির জাতকরা

আনন্দদায়ক দিন হতে চলেছে বুধবার। অপ্রয়োজনীয় গুজব থেকে দূরে থাকুন। যত্ন সহকারে কথা বলতে হবে। কোনও পুরস্কার পেতে পারেন। পড়ুয়ারা পড়াশোনায় শিথিলতা দেখালে আসন্ন পরীক্ষায় সমস্যার সম্মুখীন হতে হবে। বাড়িতে কোনও ইলেকট্রনিক জিনিস আনতে পারেন। অহেতুক টেনশনে মাথাব্যথা বেশি হতে পারে বুধবার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
মকর রাশির জাতক-জাতিকাদের মিশ্র কাটতে পারে বুধবার। অহেতুক কোনও ঝগড়া বিবাদে জড়াবেন না। না হলে সমস্যায় পড়বেন। কোনও কাজ নিয়ে তাড়াহুড়ো করবেন না। সাবধান থাকুন। প্রিয় কোনও জিনিস হারিয়ে গিয়েছে ? মিলে যেতে পারে। পারিবারিক জীবন খুশিতে কাটবে। মনে ভাব থাকবে প্রেমের।

মিথুন রাশির জাতক-জাতিকাদের দিনটি দায়িত্বশীল কাটবে কাল। কথায় ও ব্যবহারে নিয়ন্ত্রণ রাখতে হবে। নতুন কিছু মানুষজনের সঙ্গে আপনার সাক্ষাৎ হতে পারে। তাড়াহুড়োয় কোনও সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে বুধবার। নতুন কোনও কাজের প্রতি আপনার আগ্রহ দেখা দিতে পারে। আপনার শখের জন্য প্রচুর টাকা ব্যয় করতে পারেন, যা আপনাকে পরবর্তীতে সমস্যায় ফেলতে পারে। আপনাদের থেকে দূরে থাকেন পরিবারের এমন সদস্যের কাছ থেকে কিছু ভাল খবর শুনতে পাবেন।
বুধবার আয় বাড়তে পারে। ব্যবসায় লাভের সম্ভাবনা। ফলে খুশি থাকবে মন। গলায় কোনও সমস্যার কারণে ভুগতে হতে পারে। পরিবারের কোনও সদস্যের প্রতি আপনার ঈর্ষা বা দ্বেষ কিছু রাখবেন না। আপনার সমর্থন এবং সম্মান বাড়লে খুশি হবেন। পড়াশোনায় মনোযোগী হতে হবে পড়ুয়াদের। ব্যক্তিগত বিষয়কে বাড়ির বাইরে যেতে দেবেন না।
মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য কালকের দিনটি দুশ্চিন্তায় কাটতে পারে। কর্মক্ষেত্রে আপনার বড়সড় উপলব্ধি হতে পারে। নিজের জীবনে বাড়তে পারে সমস্যা। জীবনসঙ্গীর সঙ্গে তালমিল বজায় থাকবে। মাকে যে আশ্বাস দিয়েছিলেন, তা পুরো করার সম্পূর্ণ চেষ্টা আপনার থাকবে। শ্বশুরবাড়ির সঙ্গে কোনওকিছু মিটমাট করতে যেতে পারেন। কোথাও কোনও ধার থেকে থাকলে সহজেই তা পরিশোধ করতে সক্ষম হবেন বুধবার। উৎস বাড়তে পারে আপনার আয়ের।
বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য কালকের দিনটি আয় বৃদ্ধি পাওয়ার দিন হিসেবে ধরা যেতে পারে। পরিবারে কারো বিয়ে সংক্রান্ত কোনও বাধা দূর হবে। কর্মক্ষেত্রে আপনার মনমতো কাজ মিলতে পারে। তাতে আপনার খুশির অন্ত থাকবে না। বুধবার পেটের যন্ত্রণা, গ্যাস জাতীয় সমস্যায় ভুগতে পারেন। অন্য কাজে সময় ব্যয় করতে পারেন। পারস্পরিক সহযোগিতার ভাবনা মনে থাকবে আপনার।
বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের ভাগ্যে ধন-সম্পদের বৃদ্ধি থাকতে পারে বুধবার। ভাগ্যের পূর্ণ সমর্থন পেতে পারেন। কোনও কাজ শেষ করতে সমস্যায় পড়লে, সহজে সম্পন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা। দীর্ঘদিনের অমীমাংসিত কাজগুলি সম্পূর্ণ করার চেষ্টায় ব্যস্ত থাকতে পারেন। সরকারি প্রকল্পের সম্পূর্ণ সুবিধা পাওয়ার সম্ভাবনা। স্বাস্থ্য নিয়ে কোনও অবহেলা করবেন না।
ধনু রাশির দিন মোটের উপর ঠিকঠাকই কাটবে। সম্পত্তি সংক্রান্ত কোনও বিবাদে আপনার পক্ষে যাবে ফলাফল। প্রয়োজনীয় খরচের পর্যালোচনা করুন। কোনও বিষয় নিয়ে শ্বশুরবাড়ির কারও সঙ্গে আপনার বিবাদ হতে পারে। টাকাপয়সার কারণে কোনও কাজ অমীমাংসিত থাকলে তা সম্পন্ন হওয়ার সম্ভাবনা। বন্ধুদের সঙ্গে মজায় কিছু সময় কাটাতে পারেন।
বুধবার সমস্যায় ভরা দিন হতে চলেছে কর্কট রাশির জাতক-জাতিকাদের। অংশীদারিত্বে কোনও কাজ করার কথা ভাবলে পুঙ্খানুপুঙ্খ গবেষণা করুন। মায়ের কাছ থেকে বড় কোনও দায়িত্ব পেতে পারেন। পূর্ণ মর্যাদায় যা করা দরকার, শিথিলতা কাম্য নয়। বুধবার আপনার বাড়ি, বাড়ি ইত্যাদি কেনার স্বপ্ন পূরণ হতে পারে। গাড়ি হঠাৎ ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে আপনার আর্থিক ব্যয়ও বাড়তে পারে। মামাবাড়ি থেকে আর্থিক সুবিধা পেতে পারেন।
ইতিবাচক পরিণাম আসার দিন বুধবার। অহেতুক কোনও বিষয় নিয়ে রাগারাগি করবেন না। কর্মক্ষেত্রে কোনও পুরস্কার পাওয়ায় মানসম্মান বৃদ্ধি পাবে। প্রেমিক-প্রেমিকাদের মধ্যে বোঝাপড়া ভাল থাকবে। এর ফলে ভবিষ্যতও উন্নত করতে সক্ষম হবেন। গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভাইবোনেদের সঙ্গে কথা বলতে পারেন। যে কোনও আইনি বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে।
উত্তম ফলদায়ক দিনের যোগ রয়েছে বুধবার। টাকাপয়সা সংক্রান্ত কোনও পরামর্শে কান না দেওয়াই ভাল। অংশীদারিত্বে কাজ আপনার জন্য ভাল হবে। কোনও মঙ্গল কাজে অংশ নেওয়ার সুযোগ পাবেন। পরিবারের কোনও সদস্যের কাছ থেকে কড়া কিছু কথা শুনতে পারেন, যা আপনার বিরক্তির কারণ হবে। স্ত্রীর থেকে সারপ্রাইজ উপহার হিসেবে পেতে পারেন।
কন্যা রাশির জাতক- জাতিকাদের মোটের উপর কাটবে কালকের দিন। খুশিতে কাটবে বিবাহিত জীবন। আপনার পারিবারিক বিষয়গুলিকে বাড়ির বাইরে যেতে না দেওয়াই ভাল। বুধবার কোনও সামাজিক অনুষ্ঠানে আপনি উৎসাহের সঙ্গে অংশ নেবেন। টাকাপয়সার কারণে আপনার কোনও কাজ অমীমাংসিত থাকলে তাও সম্পন্ন হয়ে যেতে পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -