Term Insurance Policy: টার্ম ইনসিওরেন্স নিচ্ছেন ? কত টাকার কভারেজ হবে, কীভাবে হিসেব করবেন ?
জীবনবিমা নেওয়ার ক্ষেত্রে অনেকেই বুঝে উঠতে পারেন না, ঠিক কোন পলিসি নিলে পরিবার এবং নিজের পক্ষে ভাল হবে। ছবি- ফ্রিপিক
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে বিশেষজ্ঞদের মতে, যে কোনও সংস্থার বিমা পলিসিগুলির মধ্যে টার্ম ইনসিওরেন্স অত্যন্ত ভাল এবং উপযোগী। ছবি- ফ্রিপিক
টার্ম ইনসিওরেন্স নিলে এতে যেমন আয়কর আইনের ৮০ সি ধারায় ১.৫ লাখ টাকা পর্যন্ত কর ছাড় পাওয়া যায়, তেমনি অনেক কম প্রিমিয়ামে বেশি কভারেজ পাওয়া যায়। ছবি- ফ্রিপিক
তবে এই টার্ম ইনসিওরেন্স নেওয়ার সময় কিছু বিষয় মাথায় রাখা জরুরি। প্রথমত কত কভারেজ স্থির করবেন নিজের পরিবারের জন্য। ছবি- ফ্রিপিক
বিমা নেওয়ার আগে সবার প্রথমেই ঠিক করে নিতে হবে কত টাকা কভারেজ আপনি নেবেন, তাঁর উপরেই ঠিক হয় আপনার প্রিমিয়াম। ছবি- ফ্রিপিক
প্রাথমিকভাবে আপনার বার্ষিক আয়ের ১০-১৫ গুণ হিসেব করলে কভারেজ কত হওয়া উচিত তা হিসেবে ধরা পড়ে। ছবি- ফ্রিপিক
কারও আয় যদি বার্ষিক ৫ লাখ টাকা হয়, তাহলে সাধারণভাবে ৫০ লাখের কভারেজ নেওয়া উচিত টার্ম ইনসিওরেন্সের সময়। ছবি- ফ্রিপিক
তবে দেখে নিতে হবে ৫০ লাখের জন্য প্রিমিয়াম আর ১ কোটির প্রিমিয়ামে ফারাক কতটা, খুব বেশি ফারাক না হলে ১ কোটির কভারেজ নেওয়াই উপযোগী হবে। ছবি- ফ্রিপিক
তবে অনেকেই ভাবেন যে বিমা পলিসি চলবে মৃত্যু অবধি, তাই জন্য প্রিমিয়ামও বেশি দেন। এই কাজ করলে আপনার আর্থিক ক্ষতিই হবে। ছবি- ফ্রিপিক
সাধারণভাবে বিমার মেয়াদ রাখা উচিত ৭০-৮০ বছর পর্যন্ত বা তারও কম। ততদিনে আপনার সন্তানেরা উপার্জনক্ষম হয়ে যাবেন। ছবি- ফ্রিপিক
- - - - - - - - - Advertisement - - - - - - - - -