Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Akshaya Tritiya: অক্ষয় তৃতীয়ায় সোনা কিনবেন ? এই ৫ বিষয় মাথায় আছে তো ?
অক্ষয় তৃতীয়া উপলক্ষ্যে বহু সোনার দোকানেই ছাড় দেওয়া হয়, গহনার মূল্যে বা মেকিং চার্জে ছাড় থাকে। আর এই সুযোগেই অনেকে কম দামে সোনা কেনেন। ছবি- পিটিআই
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে এই সময় সোনা কেনার ক্ষেত্রে কিছু জিনিস মাথায় রাখলে প্রতারিত হওয়ার থেকে বাঁচা যায়। সোনা কেনার আগে সচেতনভাবে দেখে নিতে হবে এইসব বিষয়। ছবি- পিটিআই
আগামী ১০ মে সারা দেশ জুড়ে পালিত হবে অক্ষয় তৃতীয়া। এই দিন সোনা কেনা শুভ বলে মনে করেন অনেকেই। ছবি- পিটিআই
আর এই উৎসবে আপনি যদি সোনা কিনতে চান, তাহলে এই কয়েকটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে আপনাকে। ছবি- পিটিআই
সোনা কেনার সময় অবশ্যই আপনাকে গহনায় খোদিত ৬ সংখ্যার হলমার্ক নম্বর যাচাই করে নিতে হবে। হলমার্ক ছাড়া গহনা কেনা যাবে না। ছবি- পিটিআই
এই অক্ষয় তৃতীয়ায় বহু সোনার দোকানে মেকিং চার্জের উপর ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেয়। এই সুযোগে সোনা কিনতে হলে দোকানের কাছ থেকে ভালভাবে জেনে নিতে হবে তাঁদের কাছে কত ছাড় মিলছে। ছবি- পিটিআই
সোনা কতটা খাঁটি, কত গ্রাম সোনা ব্যবহার হয়েছে গয়নায় এই সমস্ত বিষয় লেখা থাকে গহনার বিলে। ফলে সোনা কেনার পর তাঁর বিল নিতে ভুললে চলবে না। ছবি- পিটিআই
কত ক্যারাট সোনা আছে আর কত ওজন রয়েছে গহনায়, তা ভালভাবে যাচাই করে নিতে হবে কেনার আগে। ছবি- পিটিআই
এখন সোনার দাম খুবই চড়া। ৭০০০০ টাকা ছুঁয়েছে ২৪ ক্যারাট সোনার দাম। গত সপ্তাহের থেকেও বিপুল হারে বেড়েছে দাম। ছবি- পিটিআই
আজ সোমবার সপ্তাহের প্রথম দিনেই ৭০৮০ টাকা হয়েছে প্রতি গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম। গহনার সোনার দামও বেড়েছে। ছবি- পিটিআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -