Multibagger Stock: ৫০ টাকারও কম দাম ছিল, আজ ১৪৩৫ টাকায় পৌঁছেছে এই শেয়ারের দাম ! ৬ বছরেই বিপুল রিটার্ন

শেয়ার বাজারের অবস্থা এখন খুবই শোচনীয়। তবে এর মধ্যেও বেশ কিছু স্টকে ভাল মুনাফা দিচ্ছে। এমনই একটি স্টকে মাল্টিব্যাগার রিটার্ন এসেছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
যদিও আজ থেকে ৬ বছর আগে এই স্টকে বিনিয়োগ থাকলে আজকের দিনে আপনার বিনিয়োগ ৩১ গুণ হয়ে যেত।

এটি একটি স্মলক্যাপ স্টক, টেক্সটাইল ইন্ডাস্ট্রির এই সংস্থার স্টকে ১ লাখ হয়ে গিয়েছে ৩১ লাখ, তাও মাত্র ৬ বছরেই।
সংস্থার নাম পার্ল গ্লোবাল ইন্ডাস্ট্রিজ। আজ থেকে ৫ বছর আগে এই শেয়ারের দাম ট্রেড করছিল ৬০ টাকার আশেপাশে।
এখন এর দাম ২২৯১ শতাংশ বেড়ে হয়েছে ১৪৩৫ টাকা। গত ৬ বছরের হিসেবে ৪৭ টাকা থেকে ৩ হাজার শতাংশ মুনাফা এসেছে এই স্টকে।
২০১৯ সাল থেকেই প্রতি বছর ভাল মুনাফা এসেছে এই স্টকে। ২০১৯-এ ১৫ শতাংশ, ২০২০-তে ২৯ শতাংশ, ২০২১ সালে ৭৪ শতাংশ রিটার্ন এসেছে।
২০২২ সালে ১৭ শতাংশ, ২০২৩-এ ২১৭ শতাংশ মুনাফা দিয়েছে এই পার্ল গ্লোবাল ইন্ডাস্ট্রিজের স্টক। পকেট ভরেছে বিনিয়োগকারীদের।
স্মলক্যাপ ১০০ সূচককেও ২০ শতাংশ হারে আউটপারফর্ম করেছে এই স্মলক্যাপ স্টক। ১ লাখ হয়ে গিয়েছে ৩১ লাখ টাকা।
মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।
ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয় । কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -