Travel Loan: বেড়াতে যাওয়ার জন্যও ঋণ দিচ্ছে ব্যাঙ্ক ! কীভাবে পাবেন, কী কী সুবিধে ?

Travel Loan Interest Rate: বিদেশে ঘোরার ইচ্ছে অনেকেরই থাকে। কিন্তু যথাযথ ফান্ডের অভাবে অনেকসময়েই সেই পরিকল্পনা করা হয়ে ওঠে না। তবে কিছু কিছু ব্যাঙ্ক এই ধরনের ভ্রমণের জন্যও ঋণ দিয়ে থাকে।

কী সুবিধে এই ট্রাভেল লোনে ? কত সুদ দিতে হয় ?

1/9
বিদেশে ঘোরার ইচ্ছে অনেকেরই থাকে। কিন্তু যথাযথ ফান্ডের অভাবে অনেকসময়েই সেই পরিকল্পনা করা হয়ে ওঠে না।
2/9
তবে কিছু কিছু ব্যাঙ্ক এই ধরনের ভ্রমণের জন্যও ঋণ দিয়ে থাকে। এগুলি এক ধরনের পার্সোনাল লোনই বলা চলে।
3/9
দেশের ভিতরে এবং দেশের বাইরে দুই ধরনের ভ্রমণের জন্যই এই ঋণ দেওয়া হয়ে থাকে ব্যাঙ্কের পক্ষ থেকে।
4/9
এই ঋণের ক্ষেত্রে সাধারণভাবে সুদের হার থাকে ১০.৭৫ শতাংশ। সর্বোচ্চ ৬ বছর পর্যন্ত সময় পাওয়া যায় ঋণ শোধ করার।
5/9
চাকরিজীবীদের জন্যই মূলত এই ঋণ দেওয়া হয়ে থাকে, তবে কিছু কিছু ব্যাঙ্ক সেলফ এমপ্লয়েড ব্যক্তিদের জন্যও ঋণ মঞ্জুর করে থাকে।
6/9
এই ঋণ পেতে হলে ব্যক্তির বয়স ন্যূনতম ২১ বছর হতে হবে, ঋণের জন্য আবেদনের ৬ মাস আগে চাকরিতে যোগ দিয়ে থাকতে হবে।
7/9
মাসিক বেতন বা উপার্জন হতে হবে ন্যূনতম ২০ হাজার টাকা এবং ব্যক্তির ক্রেডিট স্কোর ৭০০-এর বেশি হতে হবে।
8/9
এই ট্রাভেল লোনের আবেদন করলে ২-৪ দিনের মধ্যেই মঞ্জুর হয়ে যায়, এক্ষেত্রে কোনো কোল্যাটারালও লাগে না।
9/9
তবে এই ঋণ নেওয়ার ক্ষেত্রেও ঝুঁকিও কিছু থেকে যায়। ঘুরে আসার পর আর্থিক সমস্যার কারণে ঋণ শোধ না করলে জরিমানা ধার্য হয়।
Sponsored Links by Taboola