Pimples Homemade Remides: ঘরোয়া উপায়ে ব্রণ দূর করার সহজ উপায়
মুখে অতিরিক্ত তৈলাক্ত ভাবের জন্য ব্রণ হয়। যা ত্বকের সৌন্দর্য ও উজ্জ্বলতা নষ্ট করে দেয়। বাড়িতে কাঁচা হলুদ ও চন্দন কাঠের গুড়ো সমান পরিমাণ নিয়ে তাতে জল মিশিয়ে পেস্ট তৈরি করুন। তারপর ব্রণের ওপর লাগিয়ে শুকিয়ে যাওয়ার পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন।(ছবি সৌজন্য- পিক্সাবে)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআপেলের পেস্ট তৈরি করে তাতে চার থেকে পাঁচ ফোঁটা মধু মেশান। তারপর ওই পেস্টটি মুখে লাগিয়ে রেখে শুকিয়ে যাওয়া পর ঠান্ডা জলে মুখ ভালো করে ধুয়ে নিন। সপ্তাহে পাঁচ থেকে ৬ বার ব্যবহার করুন। কিছুদিনের মধ্যেই দেখবেন ব্রণ দূর হওয়ার সঙ্গে সঙ্গে ত্বকের তৈলাক্ত ভাব দূর হয়েছে।(ছবি সৌজন্য- পিক্সাবে)
মুখে যে জায়গাগুলোতে ব্রণ হয়েছে সেখানে তুলসি পাতার রস করে লাগান। শুকিয়ে যাওয়ার পর হালকা গরম জলে ধুয়ে নিন। কয়েকদিনের মধ্যেই পরিবর্তন চোখে পড়বে।(ছবি সৌজন্য- পিক্সাবে)
ব্রণ দূর করতে শশার রসও খুবই কার্যকরী। বাড়ির বাইরে থেকে ঘুরে আসার পর শসার রস তৈরি করে মুখে লাগান। কিছুক্ষণ পর ঠান্ডা জলে মুখ ভালো করে ধুয়ে নিন। উপকার পাবেন।(ছবি সৌজন্য- গেটি)
ব্রণ থেকে মুক্তি পেতে কাজে দেয় মুলতানি মাটি ও জল দিয়ে তৈরি পেস্টও। তৈলাক্ত ত্বক ঠিক করতে অত্যন্ত কাজে দেয় এই মিশ্রণ।(ছবি সৌজন্য- পিক্সাবে)
রাতে ঘুমোতে যাওয়ার আগে সেদ্ধ ডিমের সাদা অংশ ব্রণের ওপর ভালো করে লাগিয়ে শুয়ে পড়ুন। সকালে উঠে জল দিয়ে ধুয়ে নিন। লেবুর রস মিশিয়ে নিয়ে ব্যবহার করলে আরও ভালো ফল পাবেন। তবে লেবুর রস মেশালে আধঘণ্টা পরে মুখ ধুয়ে নিতে হবে।(ছবি সৌজন্য- পিক্সাবে)
পাকা পেঁপে চটকে এক কাপ করুন। তাতে টেবিল চামচ পাতিলেবুর রস ও সামান্য পরিমাণ চালের গুড়ো মিশিয়ে নিন। এবার পুরো মিশ্রণটি ভালো করে মুখে লাগান। কিছুক্ষণ ম্যাসাজ করে জল দিয়ে ধুয়ে নিন। উপকার পাবেন।(ছবি সৌজন্য- গেটি)
ব্রণ দূর করতে ব্যবহার করতে পারেন ঘৃতকুমারীর জেলও। ঘৃতকুমারী পাতার ভেতরে থাকা থকথকে অংশ বা জেল নিয়ে ব্রণের ওপর লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পর শুকিয়ে গেলে ঠান্ডা জলে ধুয়ে নিন। ব্রণের সঙ্গে মুখের দাগও দূর হবে।(ছবি সৌজন্য- পিক্সাবে)
অনেকে ব্রণ ও ব্রণের দাগ দূর করতে প্রতিদিন গোলাপ জলও ব্যবহার করেন। কেউ কেউ আবার দারচিনির গুড়োর সঙ্গে গোলাপ জল মিশিয়ে পেস্ট তৈরি করে ব্যবহার করেন। এক্ষেত্রে ২০ মিনিট থেকে আধঘণ্টা পরে জল দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। এই প্রক্রিয়াতেও অত্যন্ত উপকার পাবেন। কমবে চুলকানি আর ব্রণের জন্য হওয়া ব্যথাও।(ছবি সৌজন্য- পিক্সাবে)
ডিসক্লেমার : এই ব্যাপারে কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ এ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।(ছবি সৌজন্য- পিক্সাবে)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -