Tan Removal Tips: সহজে ট্যান তুলতে ভরসা রাখুন ঘরোয়া পদ্ধতিতেই, কী কী উপকরণ ব্যবহার করলে নিমেষে ফল পাবেন?
ছবি সৌজন্যে- পিক্সেলস। ত্বকে ট্যান পড়ার সমস্যায় নাজেহাল হন প্রায় সকলেই। তবে চিন্তা নেই। ট্যান তোলার জন্য ঘরোয়া পদ্ধতিতেই ভরসা রাখুন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appছবি সৌজন্যে- পিক্সেলস। মাত্র এক সপ্তাহে দূর হবে আপনার ট্যান। বাড়িতে তৈরি একটি প্যাক মাত্র একবার ব্যবহার করলেই আপনি আগের তুলনায় তফাৎ বুঝতে পারবেন। একদিনেই কিছুটা পরিমাণ ট্যান কমে যাবে আপনার ত্বক থেকে।
ছবি সৌজন্যে- পিক্সেলস। চলুন জেনে নেওয়া যাক কী কী উপকরণ দিয়ে বাড়িতেই সহজে এই ট্যান রিমুভাল প্যাক আপনি তৈরি করতে পারবেন এবং কীভাবে তা ব্যবহার করবেন।
ছবি সৌজন্যে- পিক্সেলস। প্রথমে দু চা-চামচ হলুদ গুঁড়ো নিয়ে তাওয়ার মধ্যে তা সেঁকে নিতে হবে। আগে থেকে তাওয়া কিছুটা গরম করে রাখুন। তারপর তাওয়ার মধ্যে শুকনো হলুদ গুঁড়ো দিয়ে একটু রোস্ট করে নিন ততক্ষণ, যতক্ষণ না গাঢ় বাদামী রং হয়।
ছবি সৌজন্যে- পিক্সেলস। হলুদ গুঁড়ো ভালভাবে রোস্ট হয়ে গেলে তা একটা কাচের পাত্রে রেখে ঠান্ডা করে নিন। এরপর ওই রোস্ট করা হলুদ গুঁড়োর মধ্যে মিশিয়ে দিন এক চা-চামচ মধু এবং এক চা-চামচ দুধ। ভালভাবে হলুদ গুঁড়োর সঙ্গে মধু এবং দুধ মিশিয়ে একটি প্যাক বা মিশ্রণ তৈরি করে নিন।
ছবি সৌজন্যে- পিক্সেলস। এই মিশ্রণ আপনার শরীরের যে যে জায়গায় অতিরিক্ত ট্যান পড়েছে সেখানে লাগিয়ে দিন। হাতে নিয়েই লাগাতে পারবেন এই মিশ্রণ। মূলত হাতে, পায়ের পাতায়, কনুইয়ের অংশে, গলায়, কাঁধে ট্যান বেশি পড়ে। এছাড়া মুখের ত্বকে ট্যান পড়ার সমস্যা তো আছে।
ছবি সৌজন্যে- পিক্সেলস। এই মিশ্রণ আপনি মুখেও ব্যবহার করতে পারবেন। কোনও অসুবিধা হবে না। বরং মুখের কালচে দাগছোপ দূর হবে। ত্বক দেখতে উজ্জ্বল লাগবে। মধুর ব্যবহারের ফলে ত্বক মোলায়েম হবে, আর্দ্রতাও বজায় থাকবে।
ছবি সৌজন্যে- পিক্সেলস। সপ্তাহ দু থেকে তিনবার এই প্যাক ট্যানের উপর ব্যবহার করতে পারবেন। স্নানের আগে এই প্যাক ট্যান পড়া অংশে এই প্যাক লাগিয়ে নিন। মিনিট ১৫ রেখে ভালভাবে পরিষ্কার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। কয়েকদিন ব্যবহারের পরেই তফাৎ বুঝতে পারবেন আপনি।
ছবি সৌজন্যে- পিক্সেলস। রোস্ট করা হলুদ গুঁড়োর সঙ্গে দুধের সর মিশিয়েও বাড়িতে ফেসপ্যাক তৈরি করে নিতে পারেন। এই মিশ্রণ ট্যান তোলার ক্ষেত্রে দারুণ ভাবে কাজ করে।
ছবি সৌজন্যে- পিক্সেলস। ট্যান তোলার জন্য টোম্যাটোর রসও ব্যবহার করতে পারেন। এই উপকরণও অল্প কয়েকদিনের মধ্যেই ত্বকের ট্যান তুলে জেল্লা ফেরাতে সাহায্য করে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -