Unified Pension Scheme: ২০ হাজার পেনশন ? নতুন স্কিমে পেনশনভোগীর মৃত্যু হলে কত টাকা পাবে পরিবার ?
কেন্দ্র সরকার জানিয়েছে যে পেনশনভোগীদের জন্য একটি নতুন স্কিম আসতে চলেছে যার নাম ইউনিফায়েড পেনশন স্কিম। ছবি- ফ্রিপিক
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপুরনো পেনশন স্কিমের থেকে এই নতুন স্কিমের নিয়মে বেশ কিছু বদল রয়েছে। এই স্কিমে ন্যূনতম ১০ হাজার টাকা পেনশন পাওয়া যাবে। ছবি- গেটি
ন্যূনতম ১০ বছর কাজ করলেই এই স্কিমে পেনশন পেতে পারেন আপনি। ১০ বছর থেকে সর্বোচ্চচ ২৫ বছর পর্যন্ত কাজ করতে হবে। ছবি- গেটি
তবে এই স্কিমে বলা হয়েছে পেনশনভোগীর মৃত্যু হলে তাঁর মোট পেনশনের ৬০ শতাংশ পারিবারিক পেনশনের রূপে দেওয়া হবে মাসে মাসে। ছবি- গেটি
এই পেনশনের পরিমাণ সম্পূর্ণরূপে নিশ্চিত। চাকরি করতে করতে মৃত্যু ঘটলে শেষ বছরের বেতনের ৬০ শতাংশ পেনশন পাবে মৃতের পরিবার। ছবি- ফ্রিপিক
কারও যদি ২০ হাজার টাকা পেনশন হয়, তাঁর মৃত্যুর পরে তাঁর পরিবার সেই পেনশনের ৬০ শতাংশ অর্থাৎ ১২০০০ টাকা পেনশন পাবে। ছবি- গেটি
আবার কারও পেনশন ৪০ হাজার টাকা হলে তাঁর মৃত্যুর পরে পারিবারিক পেনশন হিসেবে তাঁর পরিবারকে দেওয়া হবে ২৪ হাজার টাকা। ছবি- ফ্রিপিক
এই পেনশনের অঙ্কের সঙ্গে জুড়ে যাবে ডিয়ারনেস রিলিফ (DR)। ফলে ২০ হাজারের পেনশন থাকলে ১২০০০ টাকার খানিক বেশি পেনশন পাবে পরিবার। ছবি- এবিপি লাইভ এআই
এই ইউনিফায়েড পেনশন স্কিমে নিশ্চিত পেনশন, ফ্যামিলি পেনশন এবং নিশ্চিত ন্যূনতম পেনশনের সুবিধে রয়েছে। ছবি- এবিপি লাইভ এআই
২০২৫ সালের ১ এপ্রিল থেকেই সারা দেশে কেন্দ্র সরকারি কর্মীদের জন্য চালু হতে চলেছে এই ইউনিফায়েড পেনশন স্কিম। ছবি- এবিপি লাইভ এআই
- - - - - - - - - Advertisement - - - - - - - - -