Union Budget 2023: অর্থমন্ত্রী নিতে পারেন এই পদক্ষেপ, বাজেটে মধ্যবিত্তর জন্য সুখবর ?
প্রত্যাশার পারদ বেড়েই চলেছে। ২০২৩-২৪ অর্থবর্ষের বাজেট নিয়ে অর্থমন্ত্রীর কাছে প্রচুর আশা রয়েছে সবার। হোম লোন থেকে ট্যাক্স স্ল্যাবে ছাড়, আম আদমির এই ৫টি দাবি মেনে নিতে পারে মোদি সরকার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআগামী বছর অর্থাৎ ২০২৪ সালের সাধারণ নির্বাচনের আগে এটিই কেন্দ্রে মোদি সরকারের শেষ পূর্ণ বাজেট। অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সামনে দেশের মানুষের প্রত্যাশার পাহাড়।
অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের উচিত এবারের বাজেটে বেতনভোগী শ্রেণির জন্য ট্যাক্স স্ল্যাব সংশোধন করা ও আয়করের হার কমানো। ২০১৬-১৭ সাল থেকে আয়কর হারে কোনও পরিবর্তন হয়নি।
আশা করা হচ্ছে, নতুন কর ব্যবস্থায় আয়করের ৩০ শতাংশ থেকে ২৫ শতাংশ ট্যাক্স স্ল্যাবে কিছুটা ছাড় দেওয়া হবে।
কর বিশেষজ্ঞদের মতে, সরকার এবার ৫ লাখ টাকা পর্যন্ত আয়করে ছাড় দিতে পারেন। এতে সাধারণ করদাতা কিছুটা স্বস্তি পেতে পারেন। বর্তমানে আড়াই লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত, যা বাড়িয়ে ৫ লাখ টাকা করার দাবি করা হচ্ছে।
আপনি যদি দীর্ঘ মেয়াদে শেয়ার বিক্রি থেকে ১ লাখ টাকার বেশি লাভ করেন, তাহলে আপনাকে দীর্ঘমেয়াদী মূলধন লাভ দিতে হবে। এই বিভাগটি 2004 সাল পর্যন্ত সম্পূর্ণ করমুক্ত ছিল, কারণ এটি নিরাপত্তা লেনদেন কর (STT) এর অধীন ছিল।
এখন, এই বিষয়ে, বিনিয়োগকারীরা আশা করছেন, STT অপসারণের খুব কম আশা আছে, তবে যারা শেয়ার বিক্রির কর সীমার মধ্যে আছেন তাদের 1 লাখ টাকার পরিবর্তে 2 লাখ টাকার সীমায় কর দিতে হবে।
গত বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আগামী ৩ বছরে ৪০০টি সেমি-হাই স্পিড নেক্সট জেনারেশন বন্দে ভারত ট্রেন চালু করার পরিকল্পনা পেশ করেছিলেন। এই বছর বলা হচ্ছে, ভারতে বন্দে ভারত ট্রেনগুলি ছাড়াও আরও ৪০০ টি ট্রেন আনার ঘোষণা হতে পারে।
করদাতারা চান, সরকার এই বাজেটে স্ট্যান্ডার্ড ডিডাকশন সীমা ৫০,০০০ টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করুক। বিশেষজ্ঞরা আরও বিশ্বাস করেন যে খুচরা মূল্যবৃদ্ধি ও জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের পরিপ্রেক্ষিতে ৫০,০০০ টাকার স্ট্যান্ডার্ড ডিডাকশন সীমা বাড়ানো দরকার। কেন্দ্রীয় সরকার এই সীমা বাড়িয়ে ১ লাখ টাকা করতে পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -