125th anniversary celebration of Ramakrishna Mission : রামকৃষ্ণ মিশনের ১২৫ বছর উদযাপনের সমাপ্তি, কেমন ছিল মিশন শুরুর সময়টা ?

রামকৃষ্ণ মিশনের ১২৫ বছর উদ্ যাপনের বর্ষব্যাপী অনুষ্ঠান শেষ হল সোমবার।

125th anniversary celebration of Ramakrishna Mission : রামকৃষ্ণ মিশনের ১২৫ বছর উদযাপনের সমাপ্তি, কেমন ছিল মিশন শুরুর সময়টা ?

1/10
শ্রীরামকৃষ্ণ ( Ramakrishna Mission ) সঙ্ঘ প্রতিষ্ঠা করে স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ‘‘এখন থেকে দেড় হাজার বছর শ্রীরামকৃষ্ণ ভাবতরঙ্গ গোটা বিশ্বকে প্লাবিত করবে।’’ সেই সঙ্ঘ আজ ইতিহাসের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে।
2/10
রামকৃষ্ণ মিশনের ১২৫ বছর উদ্ যাপনের বর্ষব্যাপী অনুষ্ঠান শেষ হল সোমবার। এদিন বিকেলে বিশেষ সভায় বক্তব্য রাখেন রামকৃষ্ণ মঠ ও মিশনের ( Ramakrishna Math & Ramakrishna Mission ) সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ-সহ মঠের বরিষ্ঠ সন্ন্যাসীরা।
3/10
কলকাতার বলরাম মন্দিরের যে ঘর থেকে রামকৃষ্ণ মিশনের সূচনা। সেখানেই সোমবার, এক বিশেষ সভার আয়োজন করা হয়। দিনভর ছিল নানা অনুষ্ঠান, আয়োজন করা হয় বিশেষ পুজোর।
4/10
পয়লা মে, ২০২২। রামকৃষ্ণ মিশন পদার্পণ করে ১২৫ বছরে। রামকৃষ্ণ মঠ ও মিশন এই ফলিত বেদান্তেরই ধারক ও বাহক হয়ে বিরাজ করছে গত ১২৫ বছর।
5/10
এই যুগ্ম সংগঠন বিশ্বব্যপী কাজ করে চলেছে সর্বধর্ম সমন্বয় ও সেবার ভাবকে অবলম্বন করে। এটি একটি অনন্য আধ্যাত্মিক সংগঠন যা সর্ব অর্থেই অসাম্প্রদায়িক ও অরাজনৈতিক।
6/10
তারই বর্ষপূর্তিতে সোমবার বিকেলে বিশেষ সভায় বক্তব্য রাখেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ-সহ মঠের বরিষ্ঠ সন্ন্যাসীরা।
7/10
১২৫ বছরের কর্মকাণ্ড, ও আগামী দিনের পথ চলার রূপরেখা সম্পর্কে বক্তব্য রাখেন তাঁরা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক শশী পাঁজা। সভায় সভাপতিত্ব করেন অন্যতম সহ অধ্যক্ষ স্বামী সুহিতানন্দ। এদিনের ভক্ত সমাগম ছিল চোখে পড়ার মতো।
8/10
পয়লা মে, ১৮৯৭। কলকাতার বাগবাজারে বলরাম বসুর বাড়িতে শ্রীরামকৃষ্ণের ত্যাগী ও গৃহী ভক্তদের নিয়ে এক সভা ডাকেন স্বামী বিবেকানন্দ। সভার শুরুতেই তিনি শ্রীরামকৃষ্ণের নামে একটি সঙ্ঘ স্থাপনের প্রস্তাব দেন।
9/10
৫ মে, দ্বিতীয় সভায় নতুন সঙ্ঘটির নাম ঘোষণা করা হল। নাম হল- রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশন। স্বামীজি তার সাধারণ সভাপতি হলেন এবং কলকাতা কেন্দ্রের সভাপতি হলেন স্বামী ব্রহ্মানন্দ। সম্পাদক হলেন নরেন্দ্রনাথ মিত্র।
10/10
‘রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশন’ একটি রেজিস্টার্ড সোসাইটি রূপে আইনানুগ স্বীকৃতি লাভ করে ১৯০৯ সালের ৪ মে। ১৮৯৭-এর পয়লা মে প্রতিষ্ঠিত হওয়া সঙ্ঘের তখন থেকে আইনসম্মত নাম হয় রামকৃষ্ণ মিশন।
Sponsored Links by Taboola