Abhishek Banerjee : কালী মন্দিরে পুজো দিয়ে শুরু জনসংযোগ, মিশে গেলেন জনতার মাঝে, ছবিতে অভিষেকের সারাদিন
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে কোচবিহার থেকে শুরু হল ৃ‘তৃণমূলে নবজোয়ার’ যাত্রা। পঞ্চায়েত ভোটের আগে টানা ২ মাস পথেই কাটাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএবার পঞ্চায়েত ভোটের আগেই প্রার্থী বাছাইয়ের ভোটাভুটির পথে হাঁটতে চলেছে তৃণমূল। 'তৃণমূলে নব জোয়ার' কর্মসূচির ঘোষণার দিনই, 'গ্রামবাংলার মতামত' নামে ওই কর্মসূচির নাম জানিয়েছিলেন অভিষেক। যে কর্মসূচির লক্ষ্যই হল, গোপন ব্যালটে ভোট দিয়ে প্রার্থী বাছাই করবেন গ্রাম বাংলার সাধারণ মানুষ।
'আগামী ৫ বছর পঞ্চায়েতের কথা মাথায় রেখেই এই যাত্রা। কোনও শাসকদল এভাবে রাস্তায় নামে না। আপনাদের ভালবাসায় ৪র্থবারও জিতবে। তৃতীয়বারের পরও রাস্তায় এসে দাঁড়িয়েছি।' বললেন অভিষেক।
মাধাইখাল কালী মন্দিরে পুজো দিয়ে শুরু হয় জনসংযোগ যাত্রা। মায়ের পা ছুঁয়ে শুরু হয় তাঁর যাত্রা।
পঞ্চায়েত ভোটের আগে রাস্তায় নেমে জনসংযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়। যাত্রাপথে বড়দের সঙ্গে হাত মেলানোর পাশাপাশি, কম বয়সীদের সঙ্গে সেলফি তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
ণ সম্পাদক। অভিষেককে কাছে পেয়ে জল সঙ্কট ও ঘর না পাওয়ার অভিযোগ জানান গ্রামবাসীরা। বাংলায় হেরে কেন্দ্র টাকা আটকে রেখেছে বলে পাল্টা অভিযোগ করেন অভিষেক।
গোপন ব্যালটে জানান পঞ্চায়েত ভোটের পছন্দের প্রার্থীর নাম। ব্যালটের মাধ্যমে জানাতে না পারলে, ফোন করেও জানানো যাবে মতামত। বাংলার প্রতিটি পঞ্চায়েতে এভাবেই প্রার্থী নির্বাচন করা হবে। কোচবিহার থেকে জনসংযোগ যাত্রা শুরু করে আশ্বাস দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
মায়ের পায়ে পুজো দিয়ে যাত্রা শুরু করেন তিনি। গতকালও কোচবিহারের মদনমোহন মন্দিরে পুজো দেন তিনি।
অভিষেক বললেন, দুর্নীতিমুক্ত ও রক্তপাতহীন নির্বাচন করতে হলে, সঠিক প্রার্থী নির্বাচিত করতে হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -