Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Amit Shah In Kolkata: লোকসভা ভোটের আগে বঙ্গ সফরে অমিত শাহ-জে পি নাড্ডা
লোকসভা ভোটের আগে বঙ্গ সফরে অমিত শাহ-জে পি নাড্ডা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনিউটাউনের হোটেল থেকে বেরিয়ে সকালে জোড়াসাঁকোর বড়া শিখ সঙ্গত গুরুদোয়ারায় অমিত শাহ ও জে পি নাড্ডা।
প্রাথর্নার পর সেখান থেকে বেরিয়ে কালীঘাট মন্দিরে যান অমিত শাহ ও জেপি নাড্ডা।
বেলা ১২টা বেজে ৯ মিনিটে মন্দিরে পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপি সভাপতি।
পুজো দিয়ে বেলা ১২টা ১৮ মিনিটে মন্দির থেকে বেরিয়ে আসেন শাহ-নাড্ডা।
এরপর নিউটাউনের হোটেলে ফিরে বঙ্গ বিজেপির নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন শাহ-নাড্ডা।তৈরি করে দেন ইলেকশন ম্যানেজমেন্ট টিম।
ন্যাশনাল লাইব্রেরিতে দলীয় নেতৃত্বের সঙ্গে আরও একটি বৈঠক সেরে আজই দিল্লি ফেরার বিমান ধরবেন বিজেপির দুই হেভিওয়েট নেতা ।
আসন্ন লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে যে ইলেকশন ম্যানেজমেন্ট কমিটি গড়া হয়েছে, তাতে রয়েছেন সুনীল বনসল, অমিত মালব্য, মঙ্গল পান্ডে, আশা লাকড়া।
টিমে রয়েছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়। আছেন অমিতাভ চক্রবর্তী, দীপক বর্মন, জগন্নাথ চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিংহ মাহাতো এবং সতীশ ধন্ড।
অপরদিকে, স্বামীজিকে নিয়ে সুকান্তর মন্তব্য, অমিত শাহর বঙ্গ সফরের মধ্যেই আন্দোলনে যুব তৃণমূল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -