Amit Shah BJP Rally: আজ শাহর সভা ঘিরে ব্যস্ততা তুঙ্গে, BJP-র কর্মীদের খাওয়ার ব্যবস্থা
আজ বিজেপির মেগা ইভেন্ট (Amit Shah BJP Rally)। অমিত শাহের সভা ঘিরে কর্মব্যস্ততা মহানগরে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআর বিজেপির মহাসভা ঘিরে ইতিমধ্যেই দলের কর্মী-নেতারা জড়ো হয়েছেন।
তাঁদের জন্য হাওড়া স্টেশনের বাইরে বিজেপির কর্মীদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
খাবার টেবিল রেডি করা হয়েছে। প্রচুর পরিমাণে শালপাতা জোগাড় করা হয়েছে।
সবজি রান্নার জন্য আলু, পটল কাটা শুরু। ডেচকিতে করে ধোয়া হচ্ছে সেই তরি তরকারি।
ডাল রান্না করে ছড়িয়ে দেওয়া হয়েছে কাঁচা লঙ্কাও। নীল রঙের বড় ড্রামগুলিতে করা হচ্ছে স্টক।
সব মিলিয়ে মহাযজ্ঞ। বড় সভার সঙ্গে কর্মীদের পেটপুজোতেও খেয়াল রাখছে গেরুয়া শিবিরের শীর্ষ নের্তৃত্ব।
কলকাতায় আজ 'দুর্নীতি' বনাম 'বঞ্চনা'র লড়াই।
কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতির অভিযোগে আজ ধর্মতলায় অমিত শাহ।
অন্যদিকে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে বিধানসভা চত্বরে তৃণমূলের প্রতিবাদ কর্মসূচি। আজ বিজেপির মেগা ইভেন্টে প্রধান বক্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -