Bankura News : এ যেন বিরাট পিকনিক, নদীর ধারে জড়ো হাজারো মানুষ, শুধু মুড়ি খাবেন বলে
খাদ্য সম্ভারে যতই মুখরোচক বিকল্প আসুক না কেন, বাঙালির মুড়ির প্রতি চিরন্তন টান। আর বিশেষত বাঁকুড়া জেলায় মুড়ির জনপ্রিয়তা সম্পর্কে নতুন করে বলার কিছু নেই।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসেই মুড়ির স্বাদ একসঙ্গে পেতেই সকলে প্রতিবছর জড়ো হন দ্বারকেশ্বর নদের চড়ে। এ-সময় গোটা এলাকা ম ম করে ভেজা মুড়ির গন্ধে।
এ জেলার দ্বারকেশ্বর নদের চড় জুড়ে মুড়ির মেলা। নানান উপকরন দিয়ে মুড়ি ভিজিয়ে সকলে মিলে খাওয়ার ধুম মুড়ি মেলাতে।
প্রতি বছর মাঘ মাসের ৪ তারিখ বাঁকুড়ার কেঞ্জাকুড়া দ্বারকেশ্বর নদের সঞ্জীবনী ঘাটে হাজার হাজার মানুষ জড়ো হন।
বাঁকুড়া মানেই মুড়ি ! বাঁকুড়ার কেঞ্জাকুড়ার মুড়ি মেলার জনপ্রিয়তা দেখলে এ কথা যে কেউ মানবে।
মুড়ির সঙ্গে এই লাল মাটির জেলার আত্মিক যোগ। আর সেটা আলাদাই মাত্রা পায়, যখন সকলে একসঙ্গে বসে মুড়ি খান।
প্রতি বছর ৪ মাঘ বাঁকুড়ার কেঞ্জাকুড়ার দ্বারকেশ্বর নদের সঞ্জীবনী ঘাটে হয় এই উৎসব। কেঞ্জাকুড়া সহ আশেপাশের ১৫ থেকে ২০টি গ্রামের মানুষ ছুটে আসে মুড়ি মেলাতে।
লোক মুখে শোনা যায়, সঞ্জীবনী আশ্রমে এক সাধক হরিনাম সংকীর্তন দেখতে আসতেন। আসতেন আশে পাশের গ্রামের মানুষজনও। রাতভর নাম-সংকীর্তন দেখে সকালে বাড়ি ফেরার পথে দ্বারকেশ্বর নদের পাড়ে বসে মুড়ি খেয়ে বাড়ি ফিরতেন।
আর এর থেকেই ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠে কেঞ্জাকুড়া দ্বারকেশ্বর নদের মুড়ি মেলা। সেই থেকেই কেঞ্জাকুড়া মুড়ি মেলা জনপ্রিয় হয়ে ওঠে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -