Belur Durga Puja : করোনা কাঁটা সরিয়ে ফের সাধারণ ভক্তদের জন্য খুলল বেলুড়ের দরজা, আজ ষষ্ঠীর কল্পারম্ভ অনুষ্ঠান

Belur Durga Puja : করোনা কাঁটা সরিয়ে ফের সাধারণ ভক্তদের জন্য খুলল বেলুড়ের দরজা, আজ ষষ্ঠীর কল্পারম্ভ অনুষ্ঠান

1/10
শুরু হয়ে গেল বেলুড় মঠের দুর্গা পুজো। আজ রীতি মেনে ষষ্ঠীর কল্পারম্ভ অনুষ্ঠান।
2/10
সন্ধেয় দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাস অনুষ্ঠান হবে। করোনা পর্বের পর এবার দর্শকদের জন্য খুলে দেওয়া হয়েছে বেলুড় মঠ।
3/10
সকাল থেকেই ভক্তরা আসতে শুরু করেছেন বেলুড় মঠের দেবী দর্শনে।
4/10
জন্মাষ্টমীতে বেলুড় মঠে প্রথা মেনে হয় দুর্গা প্রতিমার কাঠামো পুজো। শুরু হয়ে গেল পুজোর প্রস্তুতি। প্রতি বছর দুর্গা প্রতিমা বিসর্জনের পর কাঠামো তুলে রাখা হয়। জন্মাষ্টমীর দিন পুজো করা হয় সেই কাঠামোর।
5/10
দেবী দুর্গার এটি স্থায়ী কাঠামো। দশমীতে বিসর্জনের পর কাঠামো গঙ্গা থেকে তুলে রাখা হয়। পরের বছর সেই কাঠামোতেই রূপ দেওয়া মায়ের।
6/10
স্বামী বিবেকানন্দের হাত ধরে, ১৯০১ সালে প্রথম দুর্গাপুজো হয় মঠ প্রাঙ্গণে। এবার মঠের পুজো পা দিল ১২১ বছরে।
7/10
প্রথম দিকে কুমোরটুলি থেকে আনা হত প্রতিমা। পরে মঠে রেখে দেওয়া কাঠামোতেই প্রতিমা গড়া হয়।
8/10
প্রতি বছর বেলুড় মঠে কুমারীপুজো দেখতে ভিড় করেন ভক্তরা। এবার সেই কুমারীপুজোর জন্য বিশেষ আয়োজন করা হচ্ছে।
9/10
গত ২ বছর করোনা পরিস্থিতিতে ভক্তদের মন্দিরে প্রবেশের অনুমতি ছিল না। এবার ভক্তরা প্রবেশ করতে পারবেন। বেলুড়মঠের ওয়েবসাইটে অনলাইনে দুর্গাপুজো দেখা যাবে।
10/10
স্বামী বিবেকানন্দের ১৫০ তম বর্ষপূর্তিতে বর্ষব্যাপী যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, বেলুড়মঠে তারই অন্যতম অঙ্গ ছিল স্বামী অভেদানন্দ অডিটোরিয়াম নির্মাণ। প্রায় ৫ বছর পর মহা ষষ্ঠীর পুণ্য লগ্নে এই হলটির উদ্বোধন করা হলো। উদ্বোধন করলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সংঘাধক্ষ স্বামী স্মরনানন্দ মহারাজ।
Sponsored Links by Taboola