Kumari Puja 2022 : দুর্গাপুজো শেষ হয়ে যাওয়ার পর কেন কঙ্কালীতলায় ৫১ কুমারীর পুজো ?
এই পুজো শুরু হয়েছিল ৪৭ বছরের বেশি আগে। বীরভূমের বিখ্যাত সতীপীঠ কঙ্কালীতলায় দেবীপক্ষের ত্রয়োদশীর পুজোর আয়োজন করা হয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদেবীরূপে পুজো করা হয় ৫১ জন কুমারীকে। প্রথা মেনে দেবীপক্ষের ত্রয়োদশী তিথিতে ৫১ কুমারীকে দেবীরূপে পুজো করা হচ্ছে সতীপীঠের শেষ পীঠ কঙ্কালীতলায়।
এদিন কঙ্কালীতলায় প্রাচীন বটগাছের নিচে ৪ থেকে ৮ বছরের বয়সের কুমারীদের লাল পাড় সাদা শাড়ি পড়িয়ে সাজিয়ে দেবী রূপে পুজো করা হয়।
দুর্গাপুজোর পরের ত্রয়োদশীর দিনে এই পুজো হয়ে আসছে। সতীর দেহের ৫১টি খণ্ডকে মন্ত্রের দ্বারা একত্রিত করে সঙ্কল্পের মাধ্যমে ঘটে স্থাপন করা হয়।
বোলপুরে কোপাই নদীর তীরে কঙ্কালীতলা মন্দির। সতী পীঠের অন্যতম এই স্থানে মায়ের কাঁকাল অর্থাৎ কোমরের হাড় পড়েছিল বলে কথিত রয়েছে।
পুজোর প্রায় এক মাস আগে থেকে আশেপাশের বিভিন্ন গ্রামের ৫-১১ বছর বয়সের কুমারীদের পরিবারের সদস্যরা পুজোর জন্য নাম লিখিয়ে যায়।
৫১ পীঠের সর্বশেষ পীঠ হিসাবে চিহ্নিত এই কঙ্কালিতলা। পুজো উপলক্ষ্যে সকাল থেকে মন্দিরে বহু ভক্তের সমাগম হয়েছে।
মন্দিরের সামনে বহু প্রাচীন বটগাছের নিচে অন্যান্য বছরের মতো ত্রয়োদশীর তিথিতে আয়োজন করা হয় কুমারী পুজোর।
কথিত আছে আজকের বিশেষ দিনে মায়ের কাছে প্রার্থনা করলে সব মনস্কামনা পূর্ণ হয়। সেই আশাতেই দূর-দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন ।
কুমারীজের পরনে লাল শাড়ি থাকে ৷ বাহারি ফুলের সাজ৷ ঠিক যেন উমা৷
- - - - - - - - - Advertisement - - - - - - - - -