Birbhum News: বেনজির উদ্যোগ, সরকারি অনুদানে স্কুলেই তৈরি 'প্রজাপতি উদ্যান', সাড়া ফেলেছে রাজ্যে
গোপাল চট্টোপাধ্যায়, বীরভূম: স্কুলের মধ্যেই নকল ঝর্না, নকল কুয়াশা, ঠিক যেন এক মায়াবী পরিবেশ। ভুল হতে পারে, এটা স্কুলই তো। সকলকে অবাক করে এমনই কাজ করেছে সিউড়ির করিধ্যা যদুরায় মেমোরিয়াল এন্ড পাবলিক ইনস্টিটিউশন এর শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিদ্যালয়ের মধ্যেই প্রায় ২৫ লক্ষ টাকা ব্যয়ে সরকারি অনুদানে তৈরি করা হয়েছে একটি প্রজাপতি উদ্যান। সাড়া ফেলেছে সিউড়ি শহরে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক পার্থ সারথি ঘোষ জানান, আমাদের এই প্রজাপতি উদ্যান তৈরির মূল উদ্দেশ্য যেহেতু প্রান্তিক ছাত্র ছাত্রীদের নিয়ে আমাদের বিদ্যালয় সেরকম ল্যাবরটরি সুযোগ এখানে নেই তাই হাতে-কলমে প্রজাপতির জীবনচক্র শেখানোর জন্যই এটি তৈরি।
উদ্যানে কিভাবে প্রজাপতির লার্ভা তারপর পিউপা এবং তারপর সেখান থেকে প্রজাপতির জন্ম। এই গোটা জীবনচক্র দেখা যাচ্ছে।
এই প্রজাপতি উদ্যানে রয়েছে ছয় রকমের প্রজাপতি । তৈরি করা হয়েছে নকল ঝর্না, নুড়ি এবং ডিজে বালি রাখা হয়েছে প্রজাপতিদের জল খাবার জন্য ।
লার্ভাদের খাবার জন্য জন্য রয়েছে বিভিন্ন রকমের গাছ যেমন লেবু, আকন্দ, কাড়িপাতার গাছ। এছাড়াও প্রজাপতিদের মধু খাওয়ার জন্য উদ্যানে রয়েছে নানান ফুল গাছ এবং প্রজাপতিদের জন্য অনুকূল পরিবেশ তৈরি করার জন্য মেশিনের সাহায্যে নকল কুয়াশা তৈরি করা হয়।
বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী প্রীতিলতা দাস ও ছাত্র রাহিতুল্লা খানের বক্তব্য, আমাদের বিদ্যালয়ে এরকম একটি প্রজাপতি উদ্যান দেখে আমাদের খুব ভালো লাগে। আমরা ক্লাস রুম এর গণ্ডি ছাড়িয়ে এই উদ্যানে হাতে-কলমে শিখতে পারছি প্রজাপতির জীবনচক্র।
ইতিমধ্যেই বিভিন্ন বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীরা এসে এই প্রজাপতি উদ্যান দেখে যাচ্ছে হাতে কলমে শিখে যাচ্ছে প্রজাপতির প্রজনন এর বিভিন্ন স্তর।
ভবিষ্যতে আরো অন্য বিদ্যালয় থেকে এসে ছাত্র-ছাত্রীরা এই সুযোগ ব্যবহার করুক, সেই লক্ষ্য রেখেই এগোচ্ছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -