Kankalitala Satipith : মঙ্গলবার জেনে নিন সতীপীঠ কঙ্কালীতলার কিছু মাহাত্ম্যকথা

Kankalitala Satipith : মঙ্গলবার জেনে নিন সতীপীঠ কঙ্কালীতলার কিছু মাহাত্ম্যকথা

1/10
বীরভূম জেলার অন্যতম পর্যটনক্ষেত্র শান্তিনিকেতন। রেলপথে বোলপুর-শান্তিনিকেতনের পরের স্টেশন প্রান্তিক। এই প্রান্তিক স্টেশনকে পাশ কাটিয়ে শান্তিনিকেতন থেকে আট কিলোমিটার দূরত্বে কঙ্কালীতলা।
2/10
কঙ্কালীতলা সতীপীঠের ৫১ তম পীঠ। কথিত আছে, সতীর দেহত্যাগের পর শিবের পিঠ থেকে পড়েছিল কাঁখাল এখানেই।
3/10
এখানকার প্রধান আকর্ষণ কুণ্ড । বিশ্বাস, এখানেই নিমজ্জিত হয়েছিল কাঁখাল।
4/10
মানা হয়, এই কুণ্ডের ঈশাণ কোনে দেবী সতীর কাঁখাল নিমজ্জিত অবস্থায় রয়েছে। দেবী ছাড়াও কুণ্ডে পঞ্চশিব অবস্থান করছেন।
5/10
কোমর বা কাঁখাল থেকে স্থানীয় ভাবে দেবীর নাম রয়েছে কঙ্কালী। তবে পৌরাণিকভাবে এখানকার দেবী বেদগর্ভা নামেই পরিচিত।
6/10
প্রচলিত নামানুসারেই এলাকার নাম হয়েছে কঙ্কালীতলা। তবে লোকশ্রুতিতে এই কুণ্ডের মাহাত্ম্য মুখে মুখে।
7/10
বড় রাস্তা থেকে ঢালুপথে খানিকটা ঢুকে এলেই কঙ্কালী মায়ের মন্দির। আড়ম্বরহীন মন্দির চত্বর।
8/10
image 9
9/10
একটাই ঢাকা চাতাল বা নাটমন্দির। তার সামনে কুণ্ডের এক কোণে মন্দির।
10/10
তবে এই মন্দির আর পাঁচটা সতীপীঠের থেকে অনেকটাই আলাদা। ছোট্ট মন্দিরে পাথরের বেদীর ওপর সতীর কালীরূপী এই চিত্রপট। সম্প্রতি একে কাচ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।
Sponsored Links by Taboola