Kankalitala Satipith : মঙ্গলবার জেনে নিন সতীপীঠ কঙ্কালীতলার কিছু মাহাত্ম্যকথা
বীরভূম জেলার অন্যতম পর্যটনক্ষেত্র শান্তিনিকেতন। রেলপথে বোলপুর-শান্তিনিকেতনের পরের স্টেশন প্রান্তিক। এই প্রান্তিক স্টেশনকে পাশ কাটিয়ে শান্তিনিকেতন থেকে আট কিলোমিটার দূরত্বে কঙ্কালীতলা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকঙ্কালীতলা সতীপীঠের ৫১ তম পীঠ। কথিত আছে, সতীর দেহত্যাগের পর শিবের পিঠ থেকে পড়েছিল কাঁখাল এখানেই।
এখানকার প্রধান আকর্ষণ কুণ্ড । বিশ্বাস, এখানেই নিমজ্জিত হয়েছিল কাঁখাল।
মানা হয়, এই কুণ্ডের ঈশাণ কোনে দেবী সতীর কাঁখাল নিমজ্জিত অবস্থায় রয়েছে। দেবী ছাড়াও কুণ্ডে পঞ্চশিব অবস্থান করছেন।
কোমর বা কাঁখাল থেকে স্থানীয় ভাবে দেবীর নাম রয়েছে কঙ্কালী। তবে পৌরাণিকভাবে এখানকার দেবী বেদগর্ভা নামেই পরিচিত।
প্রচলিত নামানুসারেই এলাকার নাম হয়েছে কঙ্কালীতলা। তবে লোকশ্রুতিতে এই কুণ্ডের মাহাত্ম্য মুখে মুখে।
বড় রাস্তা থেকে ঢালুপথে খানিকটা ঢুকে এলেই কঙ্কালী মায়ের মন্দির। আড়ম্বরহীন মন্দির চত্বর।
image 9
একটাই ঢাকা চাতাল বা নাটমন্দির। তার সামনে কুণ্ডের এক কোণে মন্দির।
তবে এই মন্দির আর পাঁচটা সতীপীঠের থেকে অনেকটাই আলাদা। ছোট্ট মন্দিরে পাথরের বেদীর ওপর সতীর কালীরূপী এই চিত্রপট। সম্প্রতি একে কাচ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -