'Ballabhpurer Roopkotha': পরিচালক অনির্বাণ ভট্টাচার্যের জন্মদিনে প্রকাশ্যে 'বল্লভপুরের রূপকথা'র প্রথম গান
গোটা বাংলাজুড়ে খানিক বিষাদের ছোঁয়া। উমাকে বিদায় করার পালা। সকলেই অপেক্ষায় সামনের বছরের। আর সেই দুঃখের মাঝেই সুর ঢালতে উদ্যোগী 'বল্লভপুরের রূপকথা'র গোটা টিম।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅনির্বাণ ভট্টাচার্যের প্রথম পূর্ণ দৈর্ঘ্যের ছবির সকলে একসঙ্গে বিজয়া সম্মিলনী উদযাপন করলেন, সেই সঙ্গে ছবির প্রথম গানও এল প্রকাশ্যে। প্রসঙ্গত, আজ অনির্বাণ ভট্টাচার্যের জন্মদিনও।
৭ অক্টোবর, অনির্বাণের জন্মদিনেই প্রকাশ্যে এল ছবির প্রথম গান 'সাজো সাজাও'। প্রযোজনা সংস্থা 'এসভিএফ'-এর তরফে এক ইভেন্টের আয়োজনও করা হয়।
এদিন SVF 'বল্লভপুরের রূপকথা'র টিমের সঙ্গে বিজয়া বৈঠকের আয়োজন করে।
আগাগোড়া সুরে মোড়ানো একটি অনুষ্ঠান। 'সাজো সাজাও' গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় গায়িকা সাহানা বাজপেয়ী।
এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বয়ং অনির্বাণ ভট্টাচার্য। ছিলেন মুখ্য দুই চরিত্র সত্যম ভট্টাচার্য, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়ও।
গানটি প্রসঙ্গে পরিচালকের বক্তব্য, 'গানটি সাহানা বাজপেয়ী নিখুঁত গেয়েছেন, যার নতুন করে কোনও পরিচয়ের প্রয়োজন নেই।'
'গানটি দেবরাজ এবং শুভদীপ অ্যারেঞ্জ করেছে এবং সুর করেছে। ওঁরা ঠিক জানেন যে কোন পারকাশন কতটা যোগ করতে হবে, কোনটি সুরকে উন্নত করবে।'
সত্যম ও সুরঙ্গনার কথায়, 'অনির্বাণ দার প্রথম ছবিতেই কাজ করতে পারাটাই বিরাট ব্যাপার। আমাদের ওপর তিনি এই ভরসা রেখেছেন, আমরা অত্যন্ত আনন্দিত।'
ছবিটি বাদল সরকারের অত্যন্ত জনপ্রিয় 'বল্লভপুরের রূপকথা' নাটকের ওপর ভিত্তি করে তৈরি হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -