Nail Disease Symptom : ভাঙছে নখ? সাদা বা লাল ছোপ? বিকৃত আকার? চিনে নিন এই বড় অসুখের ইঙ্গিত
নখের নানা রকম দাগ , ব্যথা ও অন্য সমস্যায় কমবেশি ভোগেন প্রত্যেকেই। হয়ত, নখ বলেই সেভাবে পাত্তা দেন না বেশিরভাগ মানুষ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমনে রাখতে হবে, নখের কোনও অসুখ শুধুমাত্র তাতেই সীমাবদ্ধ নয় । শরীরের অনেক রোগের প্রতিফলন ঘটতে পারে নখে।
নখ অনেক সময় মাঝখান থেকে ফুলে যায়। একে ক্লাবিং (Nail Clubbing) বলা হয়ে থাকে । জন্মগত হার্টের অসুখের ক্ষেত্রে নখে ক্লাবিং হয়। অনেক সময় সিওপিডির (COPD) প্রতিফলন হয়ে থাকে নখে।
কিছু ফাংগাল ইনফেকশন হয়ে থাকলেও তার প্রতিফলন নখে হয়। সে ক্ষেত্রে দেখা যায় নখের আকার-আকৃতি পরিবর্তন হয়ে যায়। নখের কোয়ালিটিও নষ্ট হয় । দেখতেও খারাপ লাগে ।
আপনার নখ যদি সাদা হয়ে যায়, তাহলে বুঝতে হবে শরীরে আয়রনের ঘাটতি হয়ে থাকতে পারে। অ্যানিমিয়ার (anemia) অন্যতম লক্ষণ হল নখ সাদা হয়ে যাওয়া । সহজে ভেঙে যাওয়া।
ভিটামিন ডি-র (vitamin D) অভাবে নখ সহজে ভেঙে যাওয়ার প্রবণতা বাড়ে। একে ব্রিটেল নেল (brittle nails) বলা হয় ।
নখের ভিতরে অল্প অল্প ছোট ছোট রক্তক্ষরণ ( Splinter Hemorrhages) )হতে পারে। নখের রক্তবাহিকা ক্ষতিগ্রস্ত হলে এই রক্তক্ষরণ হতে পারে।
যারা দীর্ঘদিন ডায়াবেটিসে ভুগছেন তাদেরও নখের ক্ষতি হয় । নখের গোড়া চামড়া নষ্ট হয়ে যায়। চিকিৎসকরা. নখ দেখে শরীরে অনেক কঠিন অসুখ সম্পর্কে আন্দাজ করতে পারেন
- - - - - - - - - Advertisement - - - - - - - - -