Rahul On Gandhi Death Anniversary: 'ন্যায় যাত্রার' মাঝেই মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য রাহুলের
আজ 'ভারত জোড়ো ন্যায় যাত্রার' মাঝেই মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানালেন রাহুল গান্ধী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appলোকসভা নির্বাচনের আগে স্বাভাবিকভাবেই রাহুলের প্রতিটি কর্মসূচি নিয়ে গুঞ্জন রাজনৈতিক মহলে।
গতবছর বিজেপি-কে আক্রমণ করতে গিয়ে মহাত্মা গাঁধী বনাম নাথুরাম গডসের তুলনা টেনেছিলেন তিনি।
বিজেপি এবং কংগ্রেসের মধ্যেকার আদর্শগত পার্থক্য বোঝাতেই এই তুলনা টেনেছিলেন রাহুল। বিজেপি এবং কংগ্রেসের মধ্যেকার আদর্শগত পার্থক্য বোঝাতেই এই তুলনা টেনেছিলেন রাহুল।
রাহুল সেবার বলেছিলেন,'এটা আদর্শের লড়াই। এক দিকে, মহাত্মা গাঁধী, অন্য দিকে, নাথুরাম গডসে। এই লড়াই ঘৃণা বনাম সৌভ্রাতৃত্বের।'
তবে এবার আসাম ফেরত বঙ্গ সফরে রাহুল্য 'ন্যায় যাত্রা'-র আগেই ছন্দপতন হয়। মূলত লোকসভা নির্বাচনের আগে BJP বিরোধী I.N.D.I.A শিবিরে জোর ধাক্কা।
আসন সমঝোতা নিয়ে টানাপোড়েনের জেরে বাংলায় একা লড়ার ঘোষণা করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বাংলার ব্যাপারে কংগ্রেসের সঙ্গে কোনও সম্পর্ক নেই বলে জানিয়ে দেন তিনি।
এতো গেল শাসকদলের প্রতিফলন। তবে বামেদের দিক থেকে অন্যরকম প্রতিফলনই আসে। শিলিগুড়ির হিলকার্ট রোডে ভারত জোড়ো ন্য়ায় যাত্রার সঙ্গে জুড়ে যায় বামেরা।
মীনাক্ষী মুখোপাধ্যায়কে ভারত জোড়ো ন্যায় যাত্রায় থাকতে বিশেষ আমন্ত্রণ জানায় কংগ্রেস। ঠিক এমনই সময়েএবার রাহুল গাঁধীকে নিয়ে কুকথা বলে বিতর্কে জড়ালেন শুভেন্দু অধিকারী।
এখানেই শেষ নয়, ছন্দপতন আরও। ন্যায় যাত্রায় দুই জেলায় থাকা-খাওয়ার অনুমতি পাননি রাহুল গান্ধী। সরকারি গেস্ট হাউসে রাহুলকে মধ্যাহ্নভোজের অনুমতি দেয়নি মালদা জেলা প্রশাসন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -