Burdwan Marriage : কেমন ভাবে গুগল মিটে দেখা গেল লাইভ-বিয়ে ? কেমন ফুড প্যাকেট পৌঁছে দিল জোম্যাটো? দেখুন ছবি
নিমন্ত্রিতদের ভূরিভোজের আয়োজনও করা হল। সবমিলিয়ে মধুরেণ সমাপয়েত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপরিকল্পনা মাফিক গুগল মিটে লাইভ বিয়ে পৌঁছে গেল আমন্ত্রিতদের কাছে ।
সবাইকে চমকে দিয়ে ১১ জন বরযাত্রীকে নিয়ে সাইকেলে সওয়ার হলেন বর। কয়েক কিলোমিটার সাইকেল চালিয়ে পৌঁছে গেলেন বিয়ের আসরে।
কথা ছিল, বিয়েতে আমন্ত্রিত যাঁরা হাজির থাকবেন ভার্চুয়ালি, তাঁদের কাছে পৌছে যাবে নৈসভোজ জোম্যাটোর মাধ্যমে। ঠিক তাই হল। এভাবে প্যাক করে জোম্যাটো পৌঁছে দিল খাবার।
সব ব্যবস্থাপনায় খুবই খুশি পাত্রী অদিতি দাস।
সন্দীপন বললেন, ' আমরা যেন কাছে-পিঠে কোথাও গেলে তেল না পুড়িয়ে সাইকেলেই যাই, তাই এই ভাবনা। আমার সঙ্গে আছেন আরও ১১ বরযাত্রী। ওঁরাও সাইকেলেই কয়েক কিলোমিটার যাচ্ছেন আমার সঙ্গে'
বর্ধমানের সন্দীপনের বিয়ের চমকে নতুন সংযোজন ছিল বর ও বরযাত্রীর সাইকেল র্যালি। বেশ কয়েক কিলোমিটার সাইকেল চালিয়ে হবু বর গেলেন শ্বশুরবাড়ি। কারণ ? জ্বালানির মূল্যবৃদ্ধির সময়ে বার্তা দেওয়ার ভাবনার পাশাপাশি সন্দীপন তুলে ধরলেন পরিবেশ ও জ্বালানী বাঁচাতে সাইকলের ভূমিকার কথা।
কোভিড আবহে বর্ধমানের সন্দীপন-অদিতির পরিবারের লোকেরাও ছিলেন বিস্তর চিন্তায়। ২৪ জানুয়ারি বিয়েবাড়ি। কাকে ছেড়ে কাকে ডাকবেন। বুদ্ধি বাতলেছিলেন পাত্র নিজেই।
বিয়ের অনুষ্ঠানে দুই পরিবার মিলিয়ে ১০০ জন হাজির থাকলেন, আর বাকিরা রইলেন ভার্চুয়াল মাধ্যমে। নিমন্ত্রিতদের ভূরিভোজের আয়োজনও করা হল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -