Riya Sen Birthday: জন্মদিনে রিয়া সেনের সেরা ছবি এবং অজানা তথ্য
আজ জন্মদিন সুচিত্রা সেনের নাতনি রিয়া সেনের। অভিনেত্রীর জন্মদিনে দেখে নেওয়া যাক তাঁর সেরা ছবি এবং অজানা কিছু তথ্য।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমাত্র ১৬ বছর বয়সেই নজর কাড়েন রিয়া সেন। সেই সময় তাঁকে দেখা যায় ফাল্গুনি পাঠকের মিউজিক ভিডিও 'ইয়াদ পিয়া কি আনে লগি'তে।
'বিষকন্যা' ছবি দিয়ে অভিনয় জীবন শুরু করেন রিয়া। যদিও এই ছবিতে তাঁকে শিশুশিল্পী হিসেবে দেখা গিয়েছিল। ১৯৯১ সালে মুক্তি পায় এই ছবি।
রিয়া সেনের প্রথম সফল কমার্শিয়াল ছবি 'স্টাইল'। এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেন শরমন যোশী, সাহিল খান, তারা দেশপাণ্ডের মতো অভিনেতারা।
পশুপ্রেমী হিসেবে পরিচিত রিয়া সেন। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে পোষ্যদের সঙ্গে নানা ছবি ভিডিও শেয়ার করে থাকেন।
অভিনেত্রীর বাইরে রিয়া সেন একজন প্রশিক্ষণপ্রাপ্ত কত্থক নৃত্যশিল্পী। এছাড়াও কিক বক্সিং এবং বেলি ডান্সিংয়ে পারদর্শী অভিনেত্রী।
রিয়া সেনের অন্য আরও একটা দিকও রয়েছে। তিনি শুধুমাত্র যোগাসনে পারদর্শীই নন, তিনি একজন লাইসেন্সপ্রাপ্ত যোগাসন শিক্ষিকাও বটে।
শোনা যায়, একবার ফ্রান্সে 'শাদি নং ওয়ান' ছবির শ্যুটিংয়ের সময় তাঁর পায়ের উপর দিয়ে স্টান্টম্যানের বাইক চলে যায়। যদিও সেই ঘটনায় গুরুতরভাবে আহত হননি রিয়া।
রিয়া সেনের স্টাইল স্টেটমেন্ট খুবই জনপ্রিয়। বিভিন্ন সূত্রে জানা যায়, তিনি যে পোশাকগুলি পরেন, প্রত্যেকটা তাঁরই ডিজাইন করা।
বাংলা, হিন্দির পাশাপাশি ইংরেজি এবং দক্ষিণী ভাষার বিভিন্ন ছবিতে অভিনয় করেছেন রিয়া।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -