Christmas 2022: বছরশেষের রঙিন দিন, বড়দিন উপলক্ষে সেজে উঠল শহর থেকে দেশ
আজ ২৫ ডিসেম্বর শুভ বড়দিন। বছরশেষের রঙিন পার্বণ আজ। শহর থেকে দেশ, সেজে উঠেছে প্রতিটি কোণ। খ্রিস্টধর্মের প্রবর্তক যিশু খ্রিস্টের জন্মদিন আজ। এই দিনে জেরুজালেমের বেথলেহেম নগরীর কাছাকাছি এক গোয়াল ঘরে জন্ম নেন যিশু। এই দিনটিকে খ্রিস্টান সম্প্রদায় সর্ববৃহৎ ধর্মীয় উৎসব হিসেবে পালন করে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপার্ক স্ট্রিট, বো ব্যারাক থেকে শুরু করে কলকাতার সাহেবি এলাকাগুলি সেজে উঠেছে বড়দিন উপলক্ষে। দিনভর ধর্মতলা, পার্ক স্ট্রিট চত্বরে ছিল উপচে পড়া ভিড় থাকবেই আজ। হোটেল, রেস্তরাঁগুলি সেজে উঠেছে।
বড়দিনকে কেন্দ্র করে যাতে মহানগরীতে কোনও অশান্তি না ছড়ায়, সেজন্য কলকাতা পুলিশ সতর্ক। সতর্কতামূলক সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রসঙ্গত, কলকাতা-সহ জেলাগুলিতেও চলছে বড়দিনের পার্বন।
বড়দিনের আনন্দে মাতোয়ারা গোটা রাজ্য। জেলায় জেলায় গির্জাতে বিশেষ প্রার্থনা। বনভোজনে মেতেছে আট থেকে আশি। চলছে বেড়ানো, দেদার খাওয়া-দাওয়া।
শহর জুড়ে উৎসবের আমেজ। গির্জায় গির্জায় প্রার্থনা, কেকে কামড়ের সঙ্গে মহাসমারোহে চলছে ক্রিসমাস বরণ৷
সকাল থেকে ধীরে ধীরে ভিড় বাড়ছে পার্ক স্ট্রিটে। গীর্জায় গীর্জায় প্রার্থনা সেরে পার্ক স্ট্রিটের হোটেল-রেস্তোরাঁগুলিতে প্রাতঃরাশ সারতে আসছেন অনেকেই।
ভিড় বাড়ছে কেকের দোকানের সামনেও। সন্ধ্যার পর থেকে পার্ক স্ট্রিট হয়ে উঠবে ওয়াকিং স্ট্রিট। ক্রিসমাস উপলক্ষ্যে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে পার্ক স্ট্রিটে। ওয়াচ টাওয়ার, সিসিটিভি ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে চলছে নজরদারি।
বড়দিনের সকালে সেন্ট পল ক্যাথিড্রালে প্রার্থনা। সকালে সেই প্রার্থনায় অংশ নেন বহু মানুষ। ক্রিসমাসে শহরের অন্যতম প্রাচীন এই গীর্জাই অনেকের কাছে ফার্স্ট ডেস্টিনেশন।
কলকাতায় শুরু হয়ে গিয়েছে বড়দিনের উৎসব। বড়দিনের দিন ছুটির মুডে কলকাতা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -