Covid 19: ফের বাড়ছে কোভিড, সামনেই ঘুরতে যাচ্ছেন কি ? কী কী নজরে রাখবেন ?
চিন, জাপান, আমেরিকা-সহ একাধিক দেশে ফের বাড়ছে করোনা সংক্রমণ । উদ্বেগ জানিয়েছে কেন্দ্রও।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনতুন বছরে অনেকেই ঘুরতে যাওয়ার প্ল্যান রেখেছেন। অনেকেই দেশে এবং দেশের বাইরে ভ্রমণের পরিকল্পনা রেখেছেন।
নতুন বছরেরে শুরুতেই শীত আরও বাড়তে পারে, তাই সর্দি, কাশি থেকে যতটা মুক্ত থাকা যায়, খেয়ালে রাখুন। কারণ এতে আপনার ইমিউনিটি কমে যেতে পারে।
আপনার ইমিউনিটি কমলেই অন্য রোগ্য শরীরে বাসা বাধবে। এক্ষেত্রে যেহেতু কোভিডের সংক্রমণ প্রথম অ্যাটাক গলায় করে , তাই আপনাকে সাবধানে থাকতে হবে।
তবে ঘুরতে যাওয়ার আগে, যেই জায়গায় যাচ্ছেন, সেই জায়গা সম্বন্ধেও খেয়াল রাখবেন। কারণ সেই জায়গায় কোভিড পরিস্থিতি কেমন, সেটা নজরে রাখতে হবে।
তাই শীতের জায়গায় গেলে খুবই সতর্ক থাকুন, অতিরিক্ত গরম পোশাক পরে যাতে ঘেমে না যান, সেটাও খেয়ালে রাখতে হবে। তাহলেই রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় থাকবে।
বাইরে ঘুরতে গেলে, বা ঘুরতে যাওয়ার আগে, যদি কোনওভাবে কোভিড উপসর্গ দেখা যায়, ঠান্ডা লেগে জ্বর, অবশ্যই কোভিড টেস্ট করবেন।
বিভিন্ন দেশে কোভিডের ভ্যারিয়েন্ট বিভিন্ন, তাই এই সব কিছু নিয়েই খবর খেয়াল রাখবেন। তবেই আপনি নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে পারবেন।
ঘুরতে যাওয়ার আগে আরও একটা বড় বিষয়, আপনাদের সঙ্গে কি কোনও পরিবারের কোমর্বিড পেশেন্ট আছেন, সেটাও খেয়ালে রাখবেন।
কারণ কোভিড সবার আগে কোমর্বিড ব্যাক্তিকেই আক্রমণ করবে। তাই ঘুরতে যাওয়ার আগে এই সব বিষয়গুলিই মাথায় রাখতে হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -