Covid 19: ফের বাড়ছে কোভিড, সামনেই ঘুরতে যাচ্ছেন কি ? কী কী নজরে রাখবেন ?
Travel in during Covid 19 Situation: চিন-সহ একাধিক দেশে কোভিড বাড়বাড়ন্ত। নতুন বছরে অনেকেই ঘুরতে যাওয়ার প্ল্যান রেখেছেন। অনেকেই দেশে এবং দেশের বাইরে ভ্রমণের পরিকল্পনা রেখেছেন। কী কী নজরে রাখবেন ?
ফের বাড়ছে কোভিড, সামনেই ঘুরতে যাচ্ছেন কি ? কী কী নজরে রাখবেন ?
1/10
চিন, জাপান, আমেরিকা-সহ একাধিক দেশে ফের বাড়ছে করোনা সংক্রমণ । উদ্বেগ জানিয়েছে কেন্দ্রও।
2/10
নতুন বছরে অনেকেই ঘুরতে যাওয়ার প্ল্যান রেখেছেন। অনেকেই দেশে এবং দেশের বাইরে ভ্রমণের পরিকল্পনা রেখেছেন।
3/10
নতুন বছরেরে শুরুতেই শীত আরও বাড়তে পারে, তাই সর্দি, কাশি থেকে যতটা মুক্ত থাকা যায়, খেয়ালে রাখুন। কারণ এতে আপনার ইমিউনিটি কমে যেতে পারে।
4/10
আপনার ইমিউনিটি কমলেই অন্য রোগ্য শরীরে বাসা বাধবে। এক্ষেত্রে যেহেতু কোভিডের সংক্রমণ প্রথম অ্যাটাক গলায় করে , তাই আপনাকে সাবধানে থাকতে হবে।
5/10
তবে ঘুরতে যাওয়ার আগে, যেই জায়গায় যাচ্ছেন, সেই জায়গা সম্বন্ধেও খেয়াল রাখবেন। কারণ সেই জায়গায় কোভিড পরিস্থিতি কেমন, সেটা নজরে রাখতে হবে।
6/10
তাই শীতের জায়গায় গেলে খুবই সতর্ক থাকুন, অতিরিক্ত গরম পোশাক পরে যাতে ঘেমে না যান, সেটাও খেয়ালে রাখতে হবে। তাহলেই রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় থাকবে।
7/10
বাইরে ঘুরতে গেলে, বা ঘুরতে যাওয়ার আগে, যদি কোনওভাবে কোভিড উপসর্গ দেখা যায়, ঠান্ডা লেগে জ্বর, অবশ্যই কোভিড টেস্ট করবেন।
8/10
বিভিন্ন দেশে কোভিডের ভ্যারিয়েন্ট বিভিন্ন, তাই এই সব কিছু নিয়েই খবর খেয়াল রাখবেন। তবেই আপনি নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে পারবেন।
9/10
ঘুরতে যাওয়ার আগে আরও একটা বড় বিষয়, আপনাদের সঙ্গে কি কোনও পরিবারের কোমর্বিড পেশেন্ট আছেন, সেটাও খেয়ালে রাখবেন।
10/10
কারণ কোভিড সবার আগে কোমর্বিড ব্যাক্তিকেই আক্রমণ করবে। তাই ঘুরতে যাওয়ার আগে এই সব বিষয়গুলিই মাথায় রাখতে হবে।
Published at : 22 Dec 2022 04:17 PM (IST)