সাইক্লোন ‘দানা’র প্রকোপ থেকে কীভাবে বাঁচাবেন জমির ফসল, সবজি, ফল, পান ? কী করবেন, কী করবেন না
কৃষকদের প্রতি সাইক্লোন ‘দানা’ সংক্রান্ত সতর্কবার্তা , দেখে নিন বিশেষ নির্দেশিকা
Continues below advertisement
যে কোনও সমস্যায় নিকটবর্তী কৃষি দফতরের অফিসে যোগাযোগ করতে নির্দেশ দিয়েছে রাজ্য কৃষি দফতর
Continues below advertisement
1/10
সুষ্পষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ইতিমধ্যেই। তা ঘূর্ণিঝড় পরিণত হতে পারে আগামীকাল।
2/10
এবং ২৪ তারিখ রাত থেকে ২৫ তারিখ সকালের মধ্যে ১০০ থেকে ১১০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে আছড়ে পড়ার সম্ভাবনার কথা জনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
3/10
পারাদীপ থেকে আপাতত ৭০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছে নিম্নচাপটি। সাগরদ্বীপ থেকে অবস্থান ৭৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে।
4/10
ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ৯টি জেলায়। আগাম সতর্কতা হিসেবে ওই জেলাগুলিতে স্কুল-কলেজেও ছুটির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
5/10
এই অবস্থায় কৃষকদের উদ্দেশে বিশেষ নির্দেশিকা জারি করেছে কৃষিদফতর। ফসল বাঁচাতে বিশেষ উদ্যোগ নিতে বলা হয়েছে।
Continues below advertisement
6/10
নির্দেশিকায় আরও বলা হয়েছে, আবহাওয়ার যতক্ষণ না উন্নতি হচ্ছে, ততক্ষণ জমিতে, ক্ষেতে, বরজে কীটনাশক বা রাসায়নিক সার প্রয়োগ থেকে বিরত থাকতে হবে।
7/10
ধান কাটার কাজ দ্রুত করতে কম্বাইন হারভেস্টার মেশিনের সাহায্য নেওয়ার কথা বলা হয়েছে। অন্যান্য সবজি বা ফল পরিণত হয়ে গেলে তা মাঠ থেকে তুলে ফেলতে বলা হচ্ছে।
8/10
ধান, সবজি ক্ষেত, পানের বরজ, ফসল ফলের ক্ষেতে উপযুক্ত জল-নিকাশি করে রাখুন আগাম। যাতে জমিতে জল জমে গিয়ে ফসল, পান ও ফলের ক্ষতি না হতে পারে।
9/10
ঝড়ের প্রকোপ থেকে বাঁচতে সবজির মাচা ও পানের বরজ শক্ত করে বাঁধতে হবে, যাতে ঝড়ে তা ভেঙে না পড়ে।
10/10
এছাড়াও যে কোনও সমস্যায় নিকটবর্তী কৃষি দফতরের অফিসে যোগাযোগ করতে নির্দেশ দিয়েছে রাজ্য কৃষি দফতর।
Published at : 22 Oct 2024 07:34 PM (IST)