সাইক্লোন ‘দানা’র প্রকোপ থেকে কীভাবে বাঁচাবেন জমির ফসল, সবজি, ফল, পান ? কী করবেন, কী করবেন না
সুষ্পষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ইতিমধ্যেই। তা ঘূর্ণিঝড় পরিণত হতে পারে আগামীকাল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএবং ২৪ তারিখ রাত থেকে ২৫ তারিখ সকালের মধ্যে ১০০ থেকে ১১০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে আছড়ে পড়ার সম্ভাবনার কথা জনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
পারাদীপ থেকে আপাতত ৭০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছে নিম্নচাপটি। সাগরদ্বীপ থেকে অবস্থান ৭৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ৯টি জেলায়। আগাম সতর্কতা হিসেবে ওই জেলাগুলিতে স্কুল-কলেজেও ছুটির কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এই অবস্থায় কৃষকদের উদ্দেশে বিশেষ নির্দেশিকা জারি করেছে কৃষিদফতর। ফসল বাঁচাতে বিশেষ উদ্যোগ নিতে বলা হয়েছে।
নির্দেশিকায় আরও বলা হয়েছে, আবহাওয়ার যতক্ষণ না উন্নতি হচ্ছে, ততক্ষণ জমিতে, ক্ষেতে, বরজে কীটনাশক বা রাসায়নিক সার প্রয়োগ থেকে বিরত থাকতে হবে।
ধান কাটার কাজ দ্রুত করতে কম্বাইন হারভেস্টার মেশিনের সাহায্য নেওয়ার কথা বলা হয়েছে। অন্যান্য সবজি বা ফল পরিণত হয়ে গেলে তা মাঠ থেকে তুলে ফেলতে বলা হচ্ছে।
ধান, সবজি ক্ষেত, পানের বরজ, ফসল ফলের ক্ষেতে উপযুক্ত জল-নিকাশি করে রাখুন আগাম। যাতে জমিতে জল জমে গিয়ে ফসল, পান ও ফলের ক্ষতি না হতে পারে।
ঝড়ের প্রকোপ থেকে বাঁচতে সবজির মাচা ও পানের বরজ শক্ত করে বাঁধতে হবে, যাতে ঝড়ে তা ভেঙে না পড়ে।
এছাড়াও যে কোনও সমস্যায় নিকটবর্তী কৃষি দফতরের অফিসে যোগাযোগ করতে নির্দেশ দিয়েছে রাজ্য কৃষি দফতর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -