Cyclone Jawad: দিঘা, কাকদ্বীপ থেকে কলকাতা- শুরু বৃষ্টি, উপকূলবর্তী এলাকায় নজরদারি, সরানো হল স্থানীয় বাসিন্দা, পর্যটকদের
শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় জওয়াদ। আজ দুপুর নাগাদ তা পুরীর কাছে ওড়িশা উপকূলে পৌঁছবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপর্যটকশূন্য মন্দারমণি। সকাল থেকে কখনও ঝিরঝিরে, কখনও মুষলধারে বৃষ্টি হচ্ছে। মাইকে প্রচার চালাচ্ছে মন্দারমণি কোস্টাল থানার পুলিশ।
দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমাতেও সকাল থেকে চলছে মাইকে প্রচার।
সকাল থেকে জনশূন্য পুরীর সৈকত। উত্তাল সমুদ্র। শুরু হয়েছে বৃষ্টি।
পুরী ছাড়াও, গঞ্জাম, খুরদা, জগৎসিংপুর, কেন্দ্রাপাড়া ও কটক জেলায় আগামী কয়েকঘণ্টা দু’-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
ঘূর্ণিঝড় জওয়াদের আশঙ্কা কাটলেও, কাকদ্বীপে সতর্ক এনডিআরএফ ও পুলিশ। বাঁধের ওপর চলছে নজরদারি।
নিচু এলাকা থেকে বহু মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বৃষ্টির মধ্যেই পাথরপ্রতিমা থেকে নামখানা পর্যন্ত মুড়িগঙ্গা নদীতে স্পিড বোটে চড়ে মাইকে প্রচার চালাচ্ছে পুলিশ।
বাংলায় জওয়াদ আছড়ে পড়ার আশঙ্কা কাটলেও, নিম্নচাপের প্রভাবে সকাল থেকে দিঘায় শুরু হয়েছে বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়া। অশান্ত সমুদ্র।
প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও সমুদ্রে নেমেছেন পর্যটকরা। তাঁদের সতর্ক করা হচ্ছে।
সকাল থেকে বকখালিতে মেঘলা আকাশ, সঙ্গে ঝিরঝিরে বৃষ্টি। ঘূর্ণিঝড় জওয়াদের বাংলায় আছড়ে পড়ার আশঙ্কা কেটে যাওয়ায় সমুদ্রে নেমে পড়েছেন পর্যটকরা। বাঁশি বাজিয়ে তাঁদের সতর্ক করছেন সিভিল ডিফেন্সের কর্মীরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -