Cyclone Jawad: ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, সতর্কতামূলক পদক্ষেপ শুরু প্রশাসনের
দুর্যোগের আশঙ্কায় সতর্কতামূলক পদক্ষেপ করা শুরু করেছে প্রশাসন
1/10
অন্ধ্র-ওড়িশা উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, বাংলায় প্রভাবের আশঙ্কা। পরিস্থিতি পর্যালোচনায় দিল্লিতে বৈঠকে প্রধানমন্ত্রী। এদিন মুম্বই থেকে কলকাতা ফিরেই নবান্নে জরুরি বৈঠক করেন মুখ্যমন্ত্রী।
2/10
ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে প্রশাসন। মাইকে চলছে প্রচার। পর্যটক ও মৎস্যজীবীদের জন্য রয়েছে বাড়তি সতর্কতা। এদিকে, ফসল বাঁচাতে পশ্চিম মেদিনীপুরে ধান ঘরে তোলা শুরু করেছেন কৃষকরা।
3/10
ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিমি বেগে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আশঙ্কা। ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলায় উপকূলে ভারী বৃষ্টি, ঝোড়ো হাওয়ার সম্ভাবনা। ইতিমধ্যেই কলকাতা-সহ ৭ জেলায় এনডিআরএফের ৮টি দল মোতায়েন। সোমবার পর্যন্ত দিঘা, মন্দারমণিতে পর্যটকদের সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা।
4/10
দুর্যোগের আশঙ্কায় এখন থেকেই সতর্কতামূলক পদক্ষেপ করা শুরু করেছে প্রশাসন। বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ ও ডায়মন্ড হারবারের উপকূলবর্তী এলাকায় মানুষদের সচেতন করতে মাইকে চলছে প্রচার। সতর্ক করা হচ্ছে মৎস্যজীবীদেরও।
5/10
ইতিমধ্যেই, শুক্রবার থেকে রবিবার পর্যন্ত মত্স্যজীবীদের সমুদ্রে যাওয়ায় জারি হয়েছে নিষেধাজ্ঞা। কাকদ্বীপ, ডায়মন্ড হারবারের পাশাপাশি ক্যানিংয়েও চলছে মাইকে প্রচার।
6/10
ভারী বৃষ্টির পাশাপাশি পূর্বাভাস রয়েছে ঝোড়ো হাওয়া বওয়ারও। এই আবহে পর্যটকদের জন্যও রয়েছে সতর্কবার্তা। পূর্ব মেদিনীপুরের দিঘা, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুরে শনি থেকে সোমবার পর্যন্ত সমুদ্রের পাড়ে যাওয়ায় নিষেধাজ্ঞা রয়েছে।
7/10
এদিকে, প্রাকৃতিক দুর্যোগে যাতে মাঠের ফসল মাঠেই না মারা যায়, তারও তোরজোড় চলছে।পশ্চিম মেদিনীপুরের শালবনি, দাসপুর-সহ বিভিন্ন এলাকায় পাকা ধান কেটে ঘরে তোলায় ব্যস্ত কৃষকরা।
8/10
অন্যদিকে, মাঠে একবার জল জমে গেলে আর সম্ভব হবে না আলুবীজ পোঁতা। তাই বিপদ বুঝে ধান কাটার পাশাপাশি তড়িঘড়ি আলুবীজ পোঁতাও চলছে জোরকদমে।
9/10
জেলা প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, কৃষকদের পাশে থাকতে যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
10/10
শনিবার অন্ধ্র-ওড়িশা উপকূলে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আশঙ্কায় শনিবার পর্যন্ত ৫৩টি দূরপাল্লার ট্রেন বাতিল। হাওড়া থেকে ওড়িশা, দক্ষিণ ভারতগামী একাধিক ট্রেন বাতিল। (সব ছবি -ফাইল)
Published at : 02 Dec 2021 06:17 PM (IST)