Cyclone Mocha: ঘূর্ণিঝড়ের প্রভাব পড়ছে না রাজ্যে, মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা হাওয়া অফিসের
'মোকা' পরিণত হয়েছে শক্তিশালী ঘূর্ণিঝড়ে (Cyclone Mocha)। ঘূর্ণিঝড় 'মোকা'র কোনও প্রভাব আমাদের রাজ্যে পড়ছে না।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশুধুমাত্র মৎস্যজীবীদের সমুদ্রে যাওযার ক্ষেত্রে জারি করা হয়েছে সতর্কবার্তা। জানাল আবহাওয়া দফতর
শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। সপ্তাহান্তে তাপমাত্রা কিছুটা কমলেও ফের আগামী সপ্তাহে তাপপ্রবাহের (HitWave) সম্ভাবনা।
'মোকা' পরিণত হয়েছে শক্তিশালী ঘূর্ণিঝড়ে। মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় দিক পরিবর্তন করে আরও শক্তিশালী হবে।
আবহবিদরা জানিয়েছেন,উত্তর ও উত্তর পূর্ব দিকে এগিয়ে মায়ানমারের সিতওয়ে বন্দরের কাছে এটি স্থলভাগে প্রবেশ করবে।
ল্যান্ড ফল করার সময় মোকার গতিবেগ হবে ১৭৫ কিলোমিটার প্রতি ঘণ্টায়। তবে 'মোকা'র কোনও প্রভাব এ রাজ্যে পড়ছে না।
শুধুমাত্র মৎস্যজীবীদের সমুদ্রে যাওযার ক্ষেত্রে জারি করা হয়েছে সতর্কবার্তা। আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এমনটাই জানিয়েছেন।
তবে এদিনও পশ্চিমের জেলাগুলিতে ছিল তাপপ্রবাহ। অন্যদিকে, আংশিক মেঘলা আকাশ ছিল কলকাতা সহ কয়েকটি জেলায়।
তীব্র গরমে যখন রাজ্যবাসী নাজেহাল, তখন আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।
বৃষ্টি হবে কলকাতা সহ উপকূল সংলগ্ন জেলাগুলিতে। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টি বাড়তে পারে। সোমবারের পর থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -