Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Cyclone Remal Effect: রেমালের প্রভাবে প্রবল ঝড়-বৃষ্টি, কলকাতা-সল্টলেকে গাছ ভেঙে বিপত্তি, হাঁটুজলে ভোগান্তি যাত্রীদের..
রেমাল-দুর্যোগের মধ্যেই এন্টালির বিবির বাগানে ভেঙে পড়ল কার্নিশের চাঙড়। মৃত্যু এক ব্যক্তির। ক্যামাক স্ট্রিটে ভাঙল পাঁচিল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবাংলায় ফের দুর্যোগ। ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় মোদির জরুরি বৈঠক। রাজ্যকে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর। রাজভবনে কন্ট্রোলরুম।
রেমালে সতর্ক পুরসভা। কন্ট্রোল রুম থেকে নজরদারি।
কলকাতা থেকে জেলা, রেমালের প্রভাবে প্রবল ঝড়-বৃষ্টি জায়গায় জায়গায় ভেঙে পড়ল গাছ, হেলে পড়ল সিগন্যাল পোস্ট।
বিভিন্ন জায়গায় ছিঁড়ে পড়ল বিদ্যুতের তার দুর্যোগের মধ্যেই এন্টালির বিবির বাগানে কার্নিশের চাঙড় ভেঙে মৃত্যু এক ব্যক্তির ক্যামাক স্ট্রিটে ভেঙে পড়েছে পাঁচিল
প্রবল বৃষ্টিতে কলকাতার বিভিন্ন জায়গায় জমেছে জল। পার্ক সার্কাস, ঢাকুরিয়া, বালিগঞ্জ সার্কুলার রোড, আলিপুরে হাঁটুজলে ভোগান্তি যাত্রীদের।
বাংলাদেশে ঢুকে গিয়েছে রেমাল। ক্রমেই দুর্বল হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড়। ফ্রেজারগঞ্জে সকালে শুরু তুমুল বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট।
জেলায় জেলায় দুর্যোগ। ভেঙে পড়ল বহু গাছ। হেলে পড়ল সিগন্যাল পোস্ট। ছিঁড়ল বিদ্যুতের তার। হিঙ্গলগঞ্জে বাঁধ ভেঙে বিপত্তি।
কলকাতা-সল্টলেকের বিভিন্ন এলাকায় গাছ ভেঙে বিপত্তি। লেক মার্কেটে বিপজ্জনকভাবে হেলে গাছ। হিঙ্গলগঞ্জে রাস্তায় ভেঙে পড়েছে গাছ। বিদ্যুতের তার পেরিয়ে চলছে ঝুঁকির পারাপার।
শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ।আপ ও ডাউন কোনও লাইনেই ট্রেন চলছে না।ট্রেন চলাচল শুরু হতে পারে সকাল ৯টার পরে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -