Darjeeling: গান-নাচ-খাবারে ডিসেম্বরে জমজমাট পাহাড়ের 'ফেস্ট'!
ডিসেম্বরে পাহাড়ের কোলে পর্যটকদের ঢল। আর সেই সময়েই দার্জিলিংয়ে চলছে একটি বিশেষ ফেস্ট
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদার্জিলিং পুলিশের আয়োজনে পাহাড়ে চলছে মেলো টি- ফেস্ট (Melo Tea Fest)
২২ ডিসেম্বর থেকে শুরু হয়েছে এই বিশেষ অনুষ্ঠান। এদিন সকালে দার্জিলিং চৌরাস্তা মলে আয়োজিত হয় উদ্বোধনী অনুষ্ঠান।
পাহাড়ের সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে।
২ দিন ধরে চলবে দার্জিলিং পুলিশ আয়োজিত মেলো টি-ফেস্ট। আজ প্রথম দিন।
পাহাড়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত গানের সংস্কৃতি। এই ফেস্টেও একাধিক গানের অনুষ্ঠান রাখা হয়েছে। একাধিক গানের ব্যান্ড অনুষ্ঠান করবে।
এদিন জিটিএ-এর প্রধান অনীত থাপা মেলো -টি ফেস্টেক উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের জেলাশাসক প্রীতি গোয়েল। ডিআইজি দার্জিলিং রেঞ্জ সন্তোষ নিম্বলকর।
এদিনের অনুষ্ঠানে ব্য়ান্ড পার্টি, বাদ্যযন্ত্র সহকারে ফেরিও হয়। পাহাড়ের সংস্কৃতির নানা দিক তুলে ধরা হয়েছিল সেই ফেরিতে।
এদিন ছিল খাবারের বিভিন্ন স্টল। দেখা গিয়েছে চায়ের স্টল। সেখানে ভিড়ও ছিল চোখে পড়ার মতো।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -