Dengue: রাজ্যে উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি পরিস্থিতি, মেয়রের পদত্যাগ দাবি করে বিজেপি যুব মোর্চার উত্তর কলকাতা শাখার মিছিল
রাজ্যে ডেঙ্গিতে ক্রমশ বাড়ছে মৃত্যুর সংখ্যা। উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appডেঙ্গির বাড়বাড়ন্তে মেয়রের পদত্যাগ দাবি করে বিজেপি যুব মোর্চার উত্তর কলকাতা শাখার মিছিল।
পাইকপাড়া থেকে টালা পার্কের কাছে ১ নম্বর বরোর অফিস পর্যন্ত মিছিলে সামিল বিজেপি কর্মীরা। নেটের জামা পরে বিক্ষোভ।
ডেঙ্গি প্রতিরোধে কলকাতা পুরসভার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগে পথে নামে কংগ্রেস। গন্তব্য ছিল মেয়র ফিরহাদ হাকিমের চেতলার বাড়ি।
খাট-মশারি নিয়ে লেক মার্কেটের সামনে থেকে শুরু হয় কংগ্রেসের মিছিল। রাসবিহারী মোড়ে পুলিশ মিছিল আটকে দেয়।
চেতলায় মেয়রের বাড়ির সামনে বিজেপির বিক্ষোভ ঘিরে উত্তাল হয়ে উঠল পরিস্থিতি।
অন্যদিকে বেলেঘাটা আইডি-তে একদিনে ৩ ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হল।
ডেঙ্গি আক্রান্ত হয়ে বারাসাতের মল্লিকা মালিক দাসের (২৫) মৃত্যু। ডেঙ্গি আক্রান্ত হয়ে রাজারহাটের হালিমা বিবির (৬০) মৃত্যু। ডেঙ্গি আক্রান্ত হয়ে রাজারহাটেরই আমিনা খাতুনের (৩৯) মৃত্যু।
জ্বর নিয়ে শনিবার বেলেঘাটা আইডিতে ভর্তি হালিমা বিবি। জ্বর নিয়ে গতকাল বেলেঘাটা আইডিতে ভর্তি আমিনা।
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'পুজোর পর ডেঙ্গি বেড়েছে। শীতে আর থাকবে না। এখন কম আছে। ২১ তারিখ একটা বৈঠক করব, ডেঙ্গি নিয়ে আলোচনা হবে।' (সব ছবি: বিজেপির ফেসবুক পেজ)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -