Dengue : একদিনে প্রায় সাড়ে ৫০০ আক্রান্ত ডেঙ্গিতে, কলকাতার হাসপাতালগুলির বেডের হাল হকিকত কী
হু হু করে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। রোজই তৈরি হচ্ছে নতুন রেকর্ড। শিশুরাও আক্রান্ত হচ্ছে মারাত্মক হারে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রতিদিনই লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দফতরের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, একদিনে রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৫৪৮ জন। যা গত ৭ দিনের দৈনিক আক্রান্তের হিসেবে রেকর্ড।
সরকার ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গি ও ম্যালেরিয়া আক্রান্ত রোগীর ভিড় বাড়তে থাকায় বেড-সঙ্কট তৈরি হওয়ার আশঙ্কা ঘনাচ্ছে।
সূত্রের খবর, এই পরিস্থিতিতে কোনও কোনও হাসপাতাল বেড বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কোনও হাসপাতাল আবার ডেঙ্গি ওয়ার্ড চালুর সিদ্ধান্ত নিয়েছে।
এম আর বাঙুর হাসপাতাল কর্তৃপক্ষ কোভিড ওয়ার্ডের বেড কমিয়ে ৮০ বেডের ডেঙ্গি ওয়ার্ড খোলার সিদ্ধান্ত নিয়েছে।
বাঘাযতীন স্টেট জেনারেল হাসপাতালেও উদ্বেগের ছবি। পুরুষ ও মহিলা মেডিসিন বিভাগের ২টি ওয়ার্ড পুরোটাই প্রায় ভরে গিয়েছে ডেঙ্গি ও ম্যালেরিয়া আক্রান্ত রোগীতে।
পরিস্থিতি এতটাই উদ্বেগের যে স্বাস্থ্যভবনের কাছে বেড বাড়ানোর আবেদন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এরইমধ্যে সোমবার স্বাস্থ্যভবনের ডেঙ্গি পর্যবেক্ষক দল সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিতে পরিদর্শন শুরু করেছে।
রবিবারের হিসেব অনুসারে, রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ১২। যা যথেষ্ট আতঙ্কের।
চিকিৎসকরা বলছেন, এবারের ডেঙ্গির চরিত্র অনেকটাই আলাদা। এখনই সতর্ক না হলে পুজোর সময় বিপদ বাড়বে বলে আশঙ্কা চিকিৎসকদের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -