Durga Puja 2023:লোককাহিনিতে মৎস্যরূপে পূজিতা দেবী 'মুম্বা আই', তাঁরই আদলে এবারের থিম বরানগর ছাত্র সম্মিলনীর
আজ মহাপঞ্চমী। মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীর ঢল আরও কিছুটা বেড়েছে। শারদোৎসবের সবটুকু আনন্দ উপভোগ করতে শহরের উত্তর থেকে দক্ষিণের চেনাজানা প্রত্যেকটি পুজোর তালিকা তৈরি কাতারে কাতারে মানুষের। এত পুজোর ভিড়েও একটু ভিন্ন স্বাদের ভাবনায় সেজে উঠছে বরানগর ছাত্র সম্মিলনী। ৬৯তম বর্ষের পুজোয় তাদের থিম 'মৎস্য রূপে কন্যা এলেন অনন্যা'।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপুরাণ, লোককাহিনি এবং বর্তমান কালের একটি বিরল মেলবন্ধন নিয়ে তৈরি হয়েছে এই থিম। কী ভাবে? তা হলে একটা গল্প শোনা যাক?
বাণিজ্যনগরী মুম্বইয়ের কথা ভারত, এমনকি দেশের বাইরেও বহু মানুষ জানেন। তার পরিচিতির কারণ একাধিক। কিন্তু এই মুম্বই নামটি এল কোথা থেকে? মারাঠিদের বিশ্বাস, নামটি আসলে ‘মুম্বা আই’ বা মা মুম্বা। এই মা মুম্বা ঠিক কে?
মারাঠি লোককাহিনি অনুসারে, গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া ধীবরগণকে নানা বিপদ আপদ থেকে রক্ষা করেন এক দেবী। তাই সেখানে, ধীবর সম্প্রদায়ের কাছে তিনি মাতৃরূপে পূজিতা।
লোককাহিনী বলছে, একবার এক দৈত্যের উৎপাতে ধীবরেরা বিপন্ন হয়ে পড়েছিলেন। তখন সেই সমুদ্র-দানবকে বধ করবেন বলে মৎস্যরূপ ধারণ করেন দেবী। সেই রূপের নাম ' মা মুম্বা' বা মারাঠি ভাষায় 'মুম্বা আই'।
এই দেবীর নাম থেকেই দেশের বাণিজ্য রাজধানীর নাম মুম্বই হয়েছে বলে বিশ্বাস মারাঠিদের বড় অংশের। সেই মৎস্যকন্যা রূপেই এ বার বরানগর ছাত্র সম্মিলনীর পূজামণ্ডপে উপস্থিত দেবী দুর্গা।
নানা রূপে দেবী আরাধনার প্রথা নতুন নয়। তবে মারাঠি লোককাহিনিকে অবলম্বন করে যে থিমে এই বার বরানগর ছাত্র সম্মিলনী তাদের পুজোর আয়োজন করেছে, তা অবাক করার মতো।
বাঙালির শারদোৎসবের সময় উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে জাঁকজমক করে নবরাত্রি পালন হয়ে থাকে। সেখানে ন'দিন নয় রূপে পূজিতা হন দেবী দুর্গা। আজ যেমন, স্কন্দমাতার পুজো।
তবে বরানগর ছাত্র সম্মিলনীর পুজোয় বাঙালির চেনা দেবীবন্দনারই আয়োজন থাকছে। শুধু এখানকার কাহিনি ও দেবীর রূপ মহারাষ্ট্রের ধীবর সম্প্রদায়ের লোকায়ত বিশ্বাস থেকে সংগ্রহ করা হয়েছে। খেয়াল রাখা হয়েছে পরিবেশ সংরক্ষণের দিকেও। তাই সবুজের ছোঁয়াও থাকবে এই পুজোয়। বাকিটা? চোখে দেখে নেওয়ার সুযোগ তো রইলই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -