Durga Puja 2023: রীতি মেনে আয়োজন, দেবীজ্ঞানে কুমারী কন্যার আরাধনা

Kumari Puja: কলকাতার পাশাপাশি, নবমীতে কুমারী পুজো হল জেলায় জেলায়।

ফাইল ছবি

1/7
শুরুটা হয়েছিল সপ্তদশ শতাব্দীর গোড়ায়। বড়িশার সাবর্ণ রায়চৌধুরীদের বড় বাড়ির পুজোর বয়স ৩০৭ বছর। কৃষ্ণদেব রায়চৌধুরীর হাত ধরে ১৭১৭ সালে এই পুজো শুরু হয়। এখানে পুজো হয় বিদ্যাপতি রচিত দুর্গাভক্তিতরঙ্গিনী মতে। নবমীর দিন হয় কুমারী পুজো। এদিন চালকুমড়ো ও আখ বলি দেওয়া হয়।
2/7
দক্ষিণ কলকাতার নজরকাড়া পুজোগুলির মধ্যে রয়েছে মুদিয়ালি ক্লাব। ৮৯ তম বর্ষে তাদের থিম, সমাহারে সমারোহ। নবমীর দিন এখানে কুমারী পুজোর আয়োজন করা হয়েছে। ৭ বছরের তৃজিতা চট্টোপাধ্যায়কে মাতৃরূপে পুজো করা হয়।
3/7
পার্ক সার্কাস বেনিয়াপুকুর ইউনাইটেড পুজো কমিটি। পুজোর বয়স ৭২ বছর। নবমীর দিন এখানে কুমারী পুজো হয়। এবার ৬ বছরের কৈশোরী চক্রবর্তীকে দেবীরূপে পুজো করা হয়।
4/7
রীতি মেনে এখনও প্রতিপদ থেকে শারদোৎসব শুরু হয় বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে। ন’দিন ধরে চলে পুজো। নবমীর দিন হয় নবকুমারী পুজো। দেবী এখানে অষ্টাদশভূজা। ন'জন কুমারীকে দেবী দুর্গার "নয় রূপে" পুজো করা হয় এই মন্দিরে।
5/7
নবমীর সকালে পুরুলিয়ার আদ্রা বাঙালি সমিতির মণ্ডপে কুমারী পুজো হয়। দেবী প্রতিমার সামনে বসিয়ে পায়ে আলতা পরিয়ে, পদ্মফুল দিয়ে মা দুর্গা রূপে পুজো করা হয় ৩ কুমারীকে। কুমারী পুজো দেখতে ভিড় করেন বহু মানুষ।
6/7
বাঁকুড়া শহরে ব্যাপারীহাট সর্বজনীনের দুর্গাপুজো। নবমীতে এখানে কুমারী পুজো হয়। ১৯৭৪ সালে পুজো শুরুর দিন থেকেই ব্যাপারীহাটে কুমারী পুজো চলে আসছে। এদিন কুমারী রূপে পুজো করা হয় পেখম অধুর্যকে। চলে আরতি ও ভোগ নিবেদন।
7/7
বাগবাজারের প্রসিদ্ধ হালদারের বাড়ির পুজো। এবার ৪৫৩ বছরে পা দিল এই পুজো। এদিন সেখানে কুমারী পুজোর আয়োজন করা হয়।
Sponsored Links by Taboola