Durga Puja 2023: আজ উমা বিদায়ের পালা, মণ্ডপে মণ্ডপে সিঁদুরখেলায় মাতলেন তারকারা
যে শহর গতকাল পর্যন্তও মেতেছিল উৎসবের আনন্দে। আজ সকাল থেকেই সেই শহরবাসীর চোখে জল। আজ দশমী। উমাকে বিদায় জানানোর পালা। ছেলেমেয়ে নিয়ে বাপের বাড়ি থেকে কৈলাসে পাড়ি দেবেন দুর্গা। সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে চলছে দেবী-বরণ। ঘট বিসর্জনের পর সিঁদুরখেলা। মাকে বরণ করে একে অপরকে সিঁদুর মাখিয়ে শেষ মুহূর্তের আনন্দ ভাগ করে নিলেন তারকারা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরাজডাঙা নব উদয় সঙ্ঘের পুজো মণ্ডপে সিঁদুর খেলায় হাজির হলেন অভিনেত্রী সোহিনী সরকার ও পায়েল সরকার।
অন্যদিকে পাড়ার পুজোয় প্রত্যেক দিন ভিন্ন ভিন্ন সাজে ক্যামেরাবন্দি হলেন মিমি চক্রবর্তী। আজ দশমীর দিনে, মাকে বরণ করে নিলেন অভিনেত্রী। পরনে ছিল সাদা রঙের চুড়িদার, টেনে খোঁপা, হালকা সাজ।
হাজরা পার্কে দুর্গোৎসব কমিটির মণ্ডপে এদিন প্রতিমা বরণ করতে হাজির হয়েছিলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। পরনে লাল-পেড়ে শাড়ি, মাথার খোঁপায় ফুলের মালা, নাকে নথ, গয়না। এক্কেবারে বাঙালি সাজে খেললেন সিঁদুর।
ওই মণ্ডপেই হাজির হয়েছিলেন অভিনেত্রী ও যুব তৃণমূল সভানেত্রী সায়নী ঘোষ। লাল রঙের শাড়ি পরেছিলেন তিনি। উমা বরণ করলেন তিনি।
মল্লিক বাড়িতেও বিসর্জনের তোড়জোড়। ঠাকুর বরণের পর সকলের সঙ্গে সিঁদুরখেলায় মাতলেন কোয়েল মল্লিক। লাল-সাদা শাড়িতে নজর কাড়লেন। ছিলেন রঞ্জিত মল্লিকও।
রবিনসন স্ট্রিটের পুজো মণ্ডপে লাল পাড় সাদা শাড়ি পরে ক্যামেরাবন্দি হলেন টলি তারকা ঋতুপর্ণা সেনগুপ্ত। করলেন দেবী বরণ, মাতলেন সিঁদুর খেলায়। ঢাকের তালে মেলালেন পাও।
নিউটাউনের পুজোয় দেখা গেল অভিনেত্রী দিতিপ্রিয়া রায়কে। লাল শাড়ি এবং 'নো-মেকআপ লুক'-এ দেখা গেল তাঁকে।
ত্রিধারা সম্মিলনীর পুজোয় ঢাক বাজাতে দেখা গেল অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়কে। লাল পাঞ্জাবি পরে অভিনেতা। তাঁর পাশে লাল শাড়ি পরে স্ত্রী ও অভিনেত্রী দেবলীনা কুমার। সিঁদুর খেলায় মাতলেন।
'আরবানা'য় সিঁদুর খেলায় মাতলেন অরিন্দম শীল ও শুক্লা শীল। একই ধরনের শাড়িতে সেজেছিলেন সকল মহিলারা।
'আরবানা'র বাসিন্দা তারকা দম্পতি শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং রাজ চক্রবর্তী। এদিন সকালে বরণডালা হাতে নিয়ে মাকে বিদায় জানাতে হাজির হন। শুভশ্রীর পরনে ছিল লাল-পাড় সাদা শাড়ি। হাতে ছিল শাঁখা-পলা, সোনার গয়না।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -