Belur Math Durga Puja : বেলুড় মঠে পুষ্পাঞ্জলি দিতে চান? দেখতে চান কুমারী পুজো, সন্ধি পুজো ? রইল বিস্তারিত সূচি
বেলুড় মঠে পুজোর উপাচার শুরু হয়ে গিয়েছে ষষ্ঠীর সকালেই। ষষ্ঠী থেকে দশমী, নানা উপাচারের মাধ্যমে পালন করা হয় দুর্গাপুজো।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকল্পারম্ভ হয়ে গিয়েছে ষষ্ঠীর দিন। ষষ্ঠীতেও সকাল সাড়ে ৬ টায় কল্পারম্ভ প্রক্রিয়া হয়।
বোধন, আবাহন, অধিবাস হয়েছে মহাষষ্ঠীতে সন্ধ্যা ৬.৩০ টায়। কল্পারম্ভ, বোধন, অধিবাস এবং আবাহন - এই চারটি প্রক্রিয়া সারা হয় ষষ্ঠীতে।
শনিবার ২১ অক্টোবর। মহাসপ্তমী। এদিন দেবীকে নবপত্রিকা বা নয়টি উদ্ভিদে আবাহন করা হয় ।
শনিবার সপ্তমী পুজো শুরু ৫.৪০ এ। সরাসরি পুজো দেখতে পারেন https://www.youtube.com/watch?v=dVtrGVSpRR8&list=PLqEnDmU-uEgSD7x1o46RI-4ZWSWYgHDqI&index=3।
২২ অক্টোবর রবিবার মহা অষ্টমী পুজো। পুজো শুরু হবে ভোর ৫.৪০ টায়। এদিন সারা দিন ব্যাপী নানা উপাচার হবে।
২২ অক্টোবরই কুমারী পুজো হবে সকাল ৯টায়। সন্ধ্যা ৭.৩৬ থেকে রাত ৮.২৪ পর্যন্ত সন্ধিপুজো হবে।
১০৮ প্রদীপে মা-কে আরতি করা হয় সন্ধি পুজোয়। অষ্টমী তিথির শেষ ২৪ মিনিট ও নবমী তিথির প্রথম ২৪ মিনিটে ধরা আছে এই সন্ধি পুজোর সময়।
সোমবার, ২৩ অক্টোবর মহানবমী। পুজো শুরু হবে ভোর ৫.৪০ মিনিটে। এদিনই হোম হবে বেলা সাড়ে ১২ টায়।
মঙ্গলবার, ২৪ অক্টোবর বিজয়া দশমী। এদিন মাকে বিদায় জানানোর পালা। পুজো শুরু হবে সকাল সাড়ে ৬ টায়।
পুষ্পাঞ্জলি : শ্রী শ্রী দেবীর ভোগরাতির পর প্রতিদিন (২১-২৩ অক্টোবর)। সন্ধ্যার আরতি: প্রতিদিন শ্রীশ্রীঠাকুরের আরতির পর (২১-২৩ অক্টোবর)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -