Durga Puja 2023: আলো ঝলমলে 'রামমন্দির', হনুমানের বিশাল প্রতিকৃতি! ভিড় টানছে সন্তোষ মিত্র স্কোয়ার
আলোর ঝলমল করছে গোটা মন্ডপ। দূর থেকে দেখা যাচ্ছে সেই মন্ডপ। কলকাতায় রামমন্দিরের অনুকরণে তৈরি হয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মন্ডপ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসজল ঘোষের এই পুজো উদ্বোধন করতে দিল্লি থেকে কলকাতা উড়ে এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ছিলেন বিজেপির তাবড় নেতারা।
উদ্বোধনের পর থেকেই কার্যত ভিড় এই পুজো দেখতে। ষষ্ঠীর দিন যেন ছাপিয়ে গিয়েছে আগের দিনের রেকর্ড।
ষষ্ঠীতে দিনভর ভিড় ছিল লেবুতলা পার্কের পুজোয়। যত ঘড়িতে সময় পেরিয়েছে ততই পাল্লা দিয়ে বেড়েছে ভিড়।
উদ্বোধনের পর থেকে এই পুজো ঘিরে চড়েছিল উত্তেজনার পারদ। রামমন্দিরের অনুকরণে তৈরি হয়েছে এই মন্ডপ।
লালচে-গোলাপি আলোয় সেজেছে পুজো মন্ডপ। আরও নানা চোখধাঁধানো আলোয় সাজ এই মন্ডপের।
সাবেকি ধাঁচে সেজেছে এই পুজোর প্রতিমা। দেবী দুর্গা এবং তাঁর সন্তানেরা সবাই আলাদা আলাদা চালায়।
মন্দিরে রয়েছে হনুমানের বিশাল একটি প্রতিকৃতি। নজর কেড়েছে সেটিও।
সন্তোষ মিত্র স্কোয়ারের ঝাড়বাতি নজর কাড়ে। এবারও তার ব্য়তিক্রম হয়নি।
চব্বিশের লোকসভা ভোটের আগে, জানুয়ারি মাসে অযোধ্য়ায় রামমন্দির উদ্বোধন হওয়ার কথা। বিরোধীরা বলছেন, ভোটব্যাঙ্ক টানতে রাজনৈতিক কৌশল নরেন্দ্র মোদি সরকারের। ৮৮ তম বছরে সেই মন্দিরের আদলেই সেজে উঠেছে সন্তোষ মিত্র স্কোয়ারের মণ্ডপ, যা দেখতে কাতারে কাতারে মানুষ ভিড় জমাছেন। ষষ্ঠীর দিন রাত পর্যন্ত কার্যত জনস্রোত ছিল সন্তোষ মিত্র স্কোয়ার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -