East Burdwan: পাঠ্যবইয়ের পাশাপাশি জীবনবোধের পাঠ দেওয়াই 'সদাই ফকিরের পাঠশালা'র লক্ষ্য, 'গুরুদক্ষিণা' মাত্র দু-টাকা

পাঠ্যবইয়ের পাশাপাশি জীবনবোধের পাঠ দেওয়াই সদাই ফকিরের পাঠশালার লক্ষ্য, গুরুদক্ষিণা মাত্র দু-টাকা

৮০ ছুঁয়ে আজও কর্তব্যে অবিচল মাস্টারমশাই

1/11
সুজিত চট্টোপাধ্যায়, পূর্ব বর্ধমানের আউশগ্রামের রামনগরের বাসিন্দা। মাত্র দু-টাকা গুরুদক্ষিণা নিয়ে বছরের পর বছর শিক্ষাদান করে চলেছেন তিনি।
2/11
পূর্ব বর্ধমানের আউশগ্রামের রামনগরেই রয়েছে তাঁর ‘সদাই ফকিরের পাঠশালা’। প্রায় ৩০০ পড়ুয়া পড়াশোনা করে এই পাঠশালায়। পড়ুয়া পিছু ‘গুরুদক্ষিণা’ হিসেবে বছরে মাত্র ২ টাকা নেন মাস্টারমশাই। সঙ্গে চারটি চকোলেট।
3/11
২০২১ সালে পদ্মশ্রী সম্মানে সম্মানিত হন তিনি। শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য তাঁকে এই সম্মান দেওয়া হয়েছে।
4/11
বাংলায় স্নাতকোত্তর প্রায় ৮০ বছরের বৃদ্ধ মাস্টারমশাই গ্রামের আদিবাসী ছেলেমেয়েদের পড়িয়ে চলেছেন নামমাত্র দক্ষিণায়।
5/11
তাঁর মূলমন্ত্র জীবনের সঙ্গে ছেলে-মেয়েদের একাত্ম করে তোলা। পাঠ্যবইয়ের পাশাপাশি জীবনবোধের পাঠ দেওয়াও তাঁর শিক্ষাদানের উদ্দেশ্য।
6/11
রামনগর উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকতা করতেন শিক্ষক সুজিত চট্টোপাধ্যায়। প্রায় ৪০ বছর স্কুলে পড়ানোর পর অবসর নেন তিনি।
7/11
এরপরেই শুরু হয় তাঁর পাঠশালা। গত ১৮ বছর ধরে আশপাশের বিভিন্ন গ্রামের গরিব-দুঃস্থ পরিবারের পড়ুয়াদের পড়ান তিনি।
8/11
নবম, দশম শ্রেণির ছাত্র-ছাত্রীদের বাংলা, ইংরাজি, ইতিহাস পড়ান তিনি। একাদশ এবং দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের পড়ান বাংলা।
9/11
এরপর ১ টাকা থেকে বেড়ে ২ টাকা হয়েছে মাস্টারমশাই-এর গুরুদক্ষিণা। নিজের পেনশনের একটা অংশ খরচ করে ছাত্র-ছাত্রীদের বই খাতাও কিনে দিয়েছেন তিনি।
10/11
তবে এই যাত্রাপথে ছাত্র-ছাত্রীরাও সঙ্গ দিয়েছে তাঁকে।
11/11
থ্যালাসেমিয়া আক্রান্তদের জন্য সামান্য পরিমাণ কিছু অর্থ মাস্টারমশাই-এর হাতে তুলে দেয় তারা। যা দিয়ে থ্যালাসেমিয়া রোগীদের সাহায্য করেন তিনি।
Sponsored Links by Taboola