Digha Tidal Waves দিঘা উপকূল জুড়ে জলোচ্ছ্বাস, ডুবল ট্রলার
কৌশিকী অমাবস্যা ও প্রবল বৃষ্টির জেরে পূর্ব মেদিনীপুরের দিঘা উপকূল জুড়ে জলোচ্ছ্বাস।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appগার্ডওয়াল টপকে জল ঢুকল দিঘা শহরে। কাঁথির শৌলায় বাঁধ না থাকায় সমুদ্রের জল গ্রামে ঢুকছে বলে দাবি গ্রামবাসীদের।
দিঘায় উত্তাল সমুদ্র। গার্ডওয়াল টপকে শহরে ঢুকছে জল। কটালে প্লাবিত বিভিন্ন এলাকা। রাস্তা পেরিয়ে বাজার এলাকাতেও চলে এসেছে জল। সমুদ্রের তীরে কড়া নজর প্রশাসনের।
দক্ষিণ ২৪ পরগনার নামখানা থেকে আসা একট ট্রলার ডুবে গেছে দিঘার উপকূল থেকে ১০ কিলোমিটার দূরে। সৃজা নামের একটি ট্রলার দুর্ঘটনায় পড়ে।
ট্রলার থেকে ৬ জন মৎস্যজীবী সমুদ্রে ঝাঁপ দেন। মৎস্যজীবীদের উদ্ধার করা সম্ভব হলেও চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের দিঘার হাসপাতালে পাঠানো হয়েছে।
সমুদ্র উত্তাল থাকায় আজও মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখছে প্রশাসন।
দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ এলাকায় প্রবল বৃষ্টিতে মুড়িগঙ্গা নদীর জল বেড়ে বিপন্ন হয়ে পড়েছে বেশ কিছু এলাকা। অনেক বাড়িতে ঢুকে গেছে জল। স্থানীয় বাসিন্দারা অন্যত্র সরে যাচ্ছেন।
মৌসুনি দ্বীপের বালিয়াড়ায় প্রায় ৫০০ মিটার সমুদ্র বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকেছে। মৌসুনির কয়লাঘেরি এলাকায় কৌশিকী অমাবস্যার কটালে বাঁধ উপচে জল ঢুকেছে লোকালয়ে।
নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় দক্ষিণ ২৪ পরগনা জুড়ে দফায় দফায় বৃষ্টি। সুন্দরবন উপকূলবর্তী সাগর, নামখানা, কাকদ্বীপ, পাথরপ্রতিমা, রায়দিঘি, কুলতলি, গোসাবাতে ভারী বৃষ্টি ।
বৃষ্টির সঙ্গে ঝোড়ো বাতাস বইছে। কটালের জেরে কাকদ্বীপের বিভিন্ন অংশে হু হু করে ঢুকছে জল। আতঙ্কিত বাসিন্দারা বাড়ি ছাড়তে শুরু করেছেন।
জোয়ারের জল ইতিমধ্যে ঢুকতে শুরু করেছে নামখানার মৌসুনি দ্বীপেও। দ্বীপের বাসিন্দাদের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক। অনেকে বাড়ি ছাড়তে শুরু করেছেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -