West Bengal By Election : জোরকদমে শুরু দেওয়াল লিখন, গাড়ি থামিয়ে তৃণমূল কর্মীদের উৎসাহ 'দিদির'
'খেলা হবে' ও 'ঘরের মেয়ে' এই দুই স্লোগানে ভর করে জমজমাট ভবানীপুর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমানসিক প্রস্তুতি ছিলই, শনিবার নির্বাচন কমিশনের ঘোষণার পরই মাঠে নেমে পড়েছেন তৃণমূল কর্মী-সমর্থকরা।
জোরকদমে শুরু হয়ে গিয়েছে তৃণমূল সুপ্রিমো তথা ঘরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে দেওয়াল লিখন, পোস্টার সাঁটিয়ে প্রচারের কাজ।
রবিবার ভবানীপুরে গাড়ি থামিয়ে নিজেই তৃণমূল কর্মী-সমর্থকদের উৎসাহ দিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়।
দেওয়াল লিখনে ব্যস্ত থাকা কর্মীদের দেখে গাড়ি থামান তৃণমূল সুপ্রিমো। গাড়িতে বসেই তাদের সঙ্গে কথা বলেন, উৎসাহ দিয়ে বেরিয়ে যান।
শনিবার নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন।
দীর্ঘ রাজনৈতিক কেরিয়ারে এবারে এই প্রথম ভবানীপুরে না লড়ে নন্দীগ্রাম থেকে লড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
অল্প ব্যবধানে বর্তমানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হলেও বঙ্গে বিপুল ব্যবধানে তৃণমূলকে জিতিয়ে তৃতীয়বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিকে ভবানীপুর কেন্দ্রে জিতলেও 'ঘরের মেয়ে' তথা দলনেত্রীর জন্য বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়।
করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে থাকায় উপনির্বাচনের দিন জানিয়েছে কমিশন। ভবানীপুরের ফল ঘোষণা ৩ অক্টোবর। (তথ্য ও ছবি- আবীর দত্ত, কলকাতা)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -