Howrah Maidan Metro : ঝাঁ চকচকে চেহারা, ছবির মতো স্টেশন, রইল হাওড়া ময়দান মেট্রো স্টেশনের ভার্চুয়াল সফর
East West Metro:ইস্ট-ওয়েস্ট মেট্রোর প্রান্তিক স্টেশন। হাওড়া ময়দান। চলছে পরিষেবা শুরুর জন্য অপেক্ষার প্রহর গোণা। গেটের একাংশে লাল টেরাকোটার কাজ থেকে ডবল ডিসচার্জ প্ল্যাটফর্ম, থাকছে একাধিক ব্যবস্থা।
Howrah Maidan Metro Station
1/10
জোরকদমে শেষ পর্যায়ের কাজ চলছে হাওড়া মেট্রো স্টেশনে (Howrah Maidan Metro Station)। যা হতে চলেছে দেশের গভীরতম মেট্রো স্টেশন।
2/10
হাওড়া স্টেশনের আদল মাথায় রেখে হাওড়া মেট্রো স্টেশনের গেটের একাংশ মুড়ে ফেলা হয়েছে লাল টেরাকোটায়। যাতে ঐতিহ্য, আভিজাত্যের সঙ্গে মিশে যায় আধুনিকতা।
3/10
মাটি থেকে ৩৩ মিটার নিচে অবস্থিত যে মেট্রো স্টেশন হতে চলেছে দেশের গভীরতম । চারতলা স্টেশনে যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে ৫২ টি সিঁড়ির পাশাপাশি তৈরি হচ্ছে ২৬ টি এসকেলেটর এবং ৭ টি লিফট।
4/10
দেশে মধ্যে প্রথম নদীর নিচ দিয়ে মেট্রো সফরের অপেক্ষা। ১৯৮৪ সালে দেশের প্রথম মেট্রো চালু হয়েছিল কলকাতায়। এবার পশ্চিমবঙ্গের মুকুটে আরও এক পালক জোড়ার অপেক্ষা।
5/10
থাকছে আধুনিকতম গেট। হাওড়া স্টেশন থেকে সুড়ঙ্গ বরাবর ২২৫ মিটার পূর্বে এগোলেই পৌঁছনো যাবে গঙ্গার নিচে। এই মুহূর্তে জারি রয়েছে ট্রায়াল রান।
6/10
হাওড়া মেট্রো স্টেশনে তৈরি হচ্ছে ডবল ডিসচার্জ প্ল্যাটফর্ম। অর্থাৎ ভিড় সামলাতে প্ল্যাটফর্মে ট্রেন এসে দাঁড়ালেই দুদিকে খুলে যাবে দরজা।
7/10
মেট্রো কর্তৃপক্ষের অনুমান, দৈনিক ৬ লক্ষ যাত্রী হতে পারে হাওড়া মেট্রো স্টেশনে। তাই আধুনিকতার সঙ্গে মাথায় রাখা হচ্ছে নিরাপত্তা থেকে সুযোগ-সুবিধার কথা।
8/10
স্টেশনের গেট থেকে বেরিয়ে প্ল্যাটফর্ম পর্যন্ত পৌঁছতে গেলে ভাঙতে হবে ২৬৭টি সিঁড়ি। আপাতত অধীর অপেক্ষা পরিষেবা চালুর।
9/10
আগামী মাস ছয়েকের মধ্যে ইস্ট-ওয়েস্টের হাওড়া মেট্রো স্টেশনে পরিষেবা শুরুতে তৎপর রেল কর্তৃপক্ষ। মাটির নিচ দিয়ে জুড়বে হাওড়া ময়দান, হাওড়া, মহাকরণ ও এসপ্ল্যানেড, ইস্ট-ওয়েস্ট মেট্রোর এই চার স্টেশন।
10/10
হাওড়া ময়দানের মতোই জোরকদমে কাজ চলছে মহাকরণ মেট্রো স্টেশনেও। যে দুই স্টেশন মেট্রোয় জুড়লে অনেকের যাত্রাপথ আরও সুখকর হতে চলেছে।
Published at : 17 Nov 2023 03:46 PM (IST)